শরণখোলায় প্রতিপক্ষের হামলা ও মারপিটে আহত ৪, ফোন ছিনতাই

0
284

শরণখোলা আঞ্চলিক অফিস:
শরণখোলায় প্রতিপক্ষের হামলা ও মারপিটে ৪ জন গুরুতর আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন। এরমধ্যে আহত সোহাগ আকন (২৩) কে বৃহস্পতিবার সকালে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
ভূক্তভোগীদের ও হাসপাতাল সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যায় ছোট নলবুনিয়া গ্রামের ইসমাইল তালুকদার (৭০), তার পুত্র নান্না মিয়া (৩০), সোহাগ আকন (২৩) ও সোহেল (২৮) স্থানীয় ছুটুখার বাজারে যাওয়ার সময় পথিমধ্যে তাদের উপর পূর্ব শত্রুতার জের ধরে পরিকল্পিতভাবে একই গ্রামের কবির, সুজন, মহিম, রিয়াজ, সুজন মল্লিক, ও তানভীর সহ তাদের আরো ৪/৫ জন সঙ্গীয় লোক দা লাঠি লোহার রড নিয়ে ঝাপিয়ে পড়ে বেদম মারপিটে গুরুতর আহত করে। এ সময় তাদেও ডাক চিৎকারে পথচারীরা এগিয়ে এসে ঠেকালে হামলাকারীরা বিভিন্ন হুমকি দিয়ে বীরদর্পে চলে যায় বলে হাসপাতালে চিকিৎসাধীন বৃদ্ধ ইসমাইল তালুকদার জানান। হামলাকারীরা সোহাগ আকনের একটি মোবাইল ফোন ছিনিয়ে নিয়েছে বলে অভিযোগে বলা হয়েছে। পরে বুধবার রাতে আহতদের শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করা হয়। এরা হচ্ছে, ইসমাইল তালুকদার (৭০), তার পুত্র নান্না মিয়া (৩০), সোহাগ আকন (২৩) ও সোহেল (২৮)। এদের মধ্যে গুরুতর সোহাগ আকন (২৩) কে বৃহস্পতিবার সকালে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। হামলাকারীরা এলাকায় মাদকসেবী ও সমাজ বিরোধী কাজে লিপ্ত বলে অভিযোগে বলা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোন মামলা হয়নি।