শরণখোলায় নৌকা ডুবে এক জেলে নিখোঁজ, চার গরুর মৃত্যু

0
383

শরণখোলা (বাগেরহাট) সংবাদদাতা
বাগেরহাটের শরণখোলায় বজ্রপাতে এক জেলে ও চারটি গরু মারা গেছে। সোমবার বিকাল চারটার দিকে এঘটনা ঘটে। এসময় আকষ্মি ঝড়ে উপজেলার বিভিন্ন এলাকায় অসংখ্য গাছপালা উপড়ে যায় ও বেশকিছু ঘরবাড়ির চালা উড়িয়ে নিয়ে যায়। গাছ পড়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে।
উপজেলার কুমারখালী গ্রামের বাবুল গাজী জানান, তার চাচাতো ভাই শিমুল গাজী (২৮) ও শাহজাহান গাজীসহ (৩০) তারা তিন জন বলেশ্বর নদীতে মাছ ধরছিলেন। এসময় ঝড়বৃষ্টি শুরু হলে বজ্রপাতে ইঞ্জিন চালিত নৌকা ডুবে শিমুল গাজী নিখোঁজ হন। তাদের দুজনকে অন্য জেলেরা উদ্ধার করে। নিখোঁজ শিমুল গাজী কুমারখালী গ্রামের হেিতম আলী গাজীর ছেলে।
অপরদিকে , উপজেলার জানেরপাড় গ্রামে বজ্রপাতে মিজান খান নামেরএক কৃষকের চারটি গাভী মারা গেছে বলে ইউপি সদস্য আসাদুজ্জামান স্বপন জানান। এছাড়া গাছ উপড়ে মঠেরপাড় দাখিল মাদরাসার টিনের ঘর বিধ্বস্ত হয়েছে।
শরণখোলা পল্লী বিদ্যুতের কর্মকর্তা নিউটন জানান, ঝড়ে গাছ পড়ে মেইন লাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। মেরামতের কাজ চলছে।