শরণখোলায় দুবৃর্ত্তরা ঘেরে বিষ প্রয়োগ করে ৫ লাখ টাকার মাছ মেরে ফেলেছে

0
322

শরণখোলা আঞ্চলিক অফিস: শরণখোলার পল্লীতে দু,দিনের ব্যবধানে দুবৃর্ত্তরা ঘেরে বিষ প্রয়োগ করে প্রায় ৫ লাখ টাকার মাছ মেরে ফেলেছে। পূর্ব শত্রুতার কারণে এ ঘটনা ঘটেছে বলে ভূক্তভোগীদের অভিমত। পুলিশ ঘটনাটি তদন্ত করছে।
উপজেলার দক্ষিণ তাফালবাড়ী গ্রামের মৎস্য চাষী ফরিদ ফকির জানান, বুধবার দিবাগত রাতে তার মাছের ঘেরে কে বা কারা বিষ দেয়ায় ঘেরের সব সাদা মাছ মরে ভেসে ওঠে। বৃহস্পতিবার সকালে খবর পেয়ে ঘেরে গিয়ে পানিতে মরা মাছ ভাসতে দেখেন। এতে তার ২ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে তিনি জানান। অপরদিকে, ১৩ জানুয়ারী রাতে একই গ্রামের রাজ্জাক ফকিরের ঘেরে বিষ প্রয়োগ করা হলে প্রায় ৩ লাখ টাকার মাছ মারা যায় বলে রাজ্জাক ফকির জানান। প্রতিবেশী জনৈক ব্যক্তিদের সাথে জমিজমা নিয়ে বিরোধ থাকায় তারা এ ঘটনা ঘটাতে পারে বলে উভয় ব্যক্তি সন্দেহ করছেন বলে জানিয়েছেন। এ ঘটনায় তারা শরণখোলা থানায় অভিযোগ দিয়েছেন।
শরণখোলা থানার অফিসার ইনচার্জ এসকে আব্দুল্লাহ আল সাইদ জানান, মাছের ঘেরে বিষ প্রয়োগের ঘটনা তদন্ত করার জন্য তাফালবাড়ী পুলিশ ক্যাম্পের আইসিকে নির্দেশ দেয়া হয়েছে।