শরণখোলায় আরও ৪ জনের করোনা সনাক্ত, এ পর্যন্ত আক্রান্ত ১৫

0
327

শরণখোলা প্রতিনিধি:
শরণখোলায় আরও ৪ জন করোনা পজেটিভ সনাক্ত হয়েছেন। এনিয়ে শরণখোলায় আক্রান্তের সংখ্যা এখন ১৫ জন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ফরিদা ইয়াসমিন জানান, তাদের পাঠানো নমুনা খুলনার পিসিআর ল্যাব থেকে শুক্রবার রাতে চারজনের করোনা পজেটিভ রিপোর্ট আসে। আক্রান্তরা হচ্ছেন, উপজেলার উত্তর খোন্তাকাটা গ্রামের আঃ রশিদ কাজির ছেলে রফিকুল ইসলাম (৪৫)। তাকে শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশনে রাখা হয়েছে। এছাড়া রাজাপুর গ্রামের শাহজাহান হাওলাদারের ছেলে হাফিজ হাওলাদার (২২), মেয়ে হনুফা বেগম (৫৬) ও সুমন তালুকদারের ছেলে ইমন তালুকদার (৬)। তারা সবাই একই পরিবারের সদস্য। তাদেরকে রায়েন্দা সরকারি পাইলট হাইস্কুলের কোয়ারেন্টাইন সেন্টারে রাখা হয়েছে। সেখানে আগে থেকে সনাক্ত হওয়া শাহজাহান হাওলাদারের অপর ছেলে জাহিদুল (১৮), মেয়ে মাহিনুর বেগম (২৭) ও পুত্রবধু মুক্তা (২২) ভর্তি রয়েছেন। এনিয়ে শরণখোলায় এখন আক্রান্তে সংখ্যা ১৫ জন। ওই পরিবারের তিনজনের শুক্রবারের রিপোর্ট আসলেও তারা মুলত গত ৩০ মে আক্রান্ত হন। আক্রান্ত হওয়া সদস্যদের সংস্পর্শে আসায় তারা আগে থেকেই আইসোলেশনে ছিল।