লা লীগা : বেনজেমার তারকা দ্যুতিতে রিয়াল মাদ্রিদ ৫-০ গোলে হারাল লেগানেসকে

0
320

খুলনাটাইমস স্পোর্টস : কোচ হিসেবে জিনেদিন জিদানের প্রত্যাবর্তনের পর বুধবার সবচেয়ে বড় জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। ধুকতে থাকা লেগানেসকে ৫-০ গোলে ধারাশায়ী করে লা লীগার পয়েন্ট তালিকার দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে তার শিষ্যরা। রিয়ালের ওই বিশাল জয়ে তারকা দ্যুতি ছড়িয়েছেন করিম বেনজেমা। তার দুর্দান্ত আক্রমন একেবারেই কোনঠাসা করে ফেলে লেগানেসকে। পেনাল্টি থেকেও একটি গোল আদায় করেন তিনি। এর আগে রড্রিগো, টনি ত্রেুাস ও পেনাল্টি থেকে সার্জিও রামোসের গোলে প্রতিদ্বন্দ্বিতা থেকেই ছিটকে পড়ে লেগানেস। রিয়ালের হয়ে ইনজুরি টাইমে পঞ্চম ও শেষ গোলটি করেছেন লুকা জোভিচ। খেলা শেষে রিয়াল কোচ জিদান বলেন, ‘অনেকদিন ধরে আমরা পাঁচ গোলের দেখা পাচ্ছিনা। এরকম একটি জয়ের খুবই প্রয়োজন ছিল আমাদের। আপনি যখন গোল দিয়ে শুরু করতে পারবেন, তখন সব কিছুই সহজ হয়ে উঠবে।’ কাফ ইনজুরির কারণে এই ম্যাচেও অনুপস্থিতির তালিকায় ছিলেন গ্যারেথ বেল। যদিও রিয়াল মাদ্রিদ তাকে দারুন ভাবে মিস করছে। চলতি সপ্তাহে বেলের লন্ডন প্রত্যাবর্তন বিষয়ে আলোচনার কারণে ফের গুঞ্জন শুরু হয়েছে তার ভবিষ্যৎ নিয়ে। বেলের সঙ্গে কথা হয়েছে উল্লেখ করে জিদান বলেন সান্তিয়াগো বার্নব্যুর সাজঘরে তাকে দেখেছেন। খেলা শেষ হবার পাঁচ মিনিট আগে বেল তার কাছ থেকে স্থান ত্যাগ করার অনুমতিও চেয়েছেন। জিদান বলেন, আমিও তার সঙ্গে একমত পোষন করি। ৫ মিনিট আগে সে যদি স্টেডিয়াম প্রাঙ্গণ ত্যাগ করতে পারে তাহলে তার বাসায় ফেরা সহজতর হবে।’ সাম্প্রতিক মাসগুলোতে জিদানের দলে সবচেয়ে ধারাবাহিক পারফর্মার হিসেবে পরিচিতি পাওয়া বেনজেমা এদিন বেলের অনুপস্থিতি মোটেও টের পেতে দেননি। চলতি মৌসুমে ইতোমধ্যে সব ধরনের টুর্নামেন্টে ৭টি গোল করেছেন তিনি। জিদান বলেন,‘ ম্যাচে দলের জন্য তিনি যা করেছেন, তা গোল দিয়ে মাপা যাবেনা। তার ওই পারফর্মেন্সে আমি অবশ্য বিষ্মিত হইনি।’ বেলের পরিবর্তিত হিসেবে সিনিয়র দলে মাত্র চারটি ম্যাচ খেলা ১৮ বছর বয়সি রড্রিগো শুরুতেই গোল করে এগিয়ে দেন রিয়ালকে। জিদান বলেন,‘ তার বয়স মাত্র ১৮ বছর। বয়স্কদের মত গোল করার প্রয়োজন ছিলনা। তার মধ্যে দিনে দিনে পরিণত হবার মত মানষিকতা রয়েছে।’ এখন রিয়াল মাদ্রিদে একমাত্র অস্বস্তি এডেন হ্যাজার্ডকে নিয়ে। মাদ্রিদের জার্সি পড়ে তিনি এখনো নিজেকে মেলে ধরতে পারেননি। নিজ দেশ বেলজিয়ামের হয়ে তিনি যতটা সাবলিল তেমনটা এখনো হয়ে উঠতে পারেননি নতুন ক্লাবে। গতকালের জয়টি অবশ্য রিয়াল মাদ্রিদকে পৌঁছে দিয়েছে শীর্ষ পয়েন্টধারী বার্সেলোনার একেবারেই সন্নিকটে। মঙ্গলবার রিয়াল ভ্যালাডোলিডকে হারিয়ে দেয়া বার্সার চেয়ে মাত্র এক পয়েন্টে পিছিয়ে রয়েছে রিয়াল মাদ্রিদ। শুধু তাই নয় এক ম্যাচ বাকি থাকতেই তারা পৌঁছে গেছে নগর প্রতিদ্বন্দ্বি অ্যাটলেটিকো মাদ্রিদের উপরে। ম্যাচের সপ্তম ও অস্টম মিনিটে পরপর দুই গোল করে এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ। রড্রিগো ও ত্রেুাসের করা ওই গোল দুটির যোগানদার ছিলেন বেনজেমা। ম্যাচের ২৪ মিনিটের সময় হ্যাজার্ডকে ফেলে দেয়ার কারণে পাওয়া পেনাল্টি থেকে রামোস গোল করলে ৩-০ গোলের লীড নিয়ে বিরতিতে যায় রিয়াল। প্রথম দফায় রামোস গোল করতে ব্যর্থ হলেও ভিএআরের কল্যানে ফের শট নেয়ার সুযোগ পেয়েছিলেন তিনি। এবার আর গোল করতে ভুল করেননি তিনি। ম্যাচের ৬৯ মিনিটে লুকা মড্রিচকে ফাউল করার সুবাদে পাওয়া পেনাল্টি থেকে গোল করে রিয়ালকে ৪-০ ব্যবধানে পৌঁছে দেন বেনজেমা। এর আগমুহুর্তে অবশ্য তিনি একটি শট নিয়েছিলেন। যেটি ফিরে আসে বারে লেগে। এদিকে অফসাইডের কারণে গোল বঞ্চিত হওয়া সার্বিয়ার বদলী খেলোয়াড় জোভিচ গোল পেয়েছেন ইনজুরি টাইমে। দানি কারভাজলের ক্রসের বল দর্শনীয় হেডে জালে জড়িয়ে দেন তিনি। ফলে ৫-০ গোলের ব্যবধানে পৌঁছে যায় রিয়াল মাদ্রিদ। বুধবার অনুষ্ঠিত লীগের অন্য ম্যাচে লেভান্তে ২-১ গোলে রিয়াল সোসিয়েদাঁদকে, অ্যাথলেটিক বিলবাও ৩-০ গোলে এস্পাওনিলকে এবং রিয়াল বেতিস ২-১ গোলে সেল্টা ভিগোকে পরাজিত করেছে। এছাড়া ১-১ গোলে ড্র হয়েছে ভ্যালেন্সিয়া ও সেভিয়ার মধ্যকার ম্যাচটি।