রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে ১০ সদস্যের মার্কিন প্রতিনিধিদল

0
383

 

খুলনা টাইমস ডেস্ক :
কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে কক্সবাজার যাচ্ছেন ১০ সদস্যের মার্কিন প্রতিনিধিদল। এদের মধ্যে দুই জন সিনেটর ও তিন জন কংগ্রেসম্যান রয়েছেন। রাত ১টা ২০ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানব্ন্দরে পৌঁছান তারা।

বিমানবন্দরে তাদের স্বাগত জানান, পররাষ্ট্র মন্ত্রণালয়ের দ্বিপক্ষীয় ও কনস্যুলার সচিব কামরুল আহসান এবং মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট। সকাল ১১টায় মার্কিন প্রতিনিধিদলটির কক্সবাজারের বালুখালি রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাওয়ার কথা রয়েছে। এছাড়া, চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এবং জাপানের পররাষ্ট্রমন্ত্রী তারো কোনো’রও আজ ঢাকায় আসার কথা। এছাড়া আগামীর রোববার বাংলাদেশ সফরে আসছেন জার্মানির পররাষ্ট্রমন্ত্রী সিগমার গাব্রিয়েল, সুইডেনের পররাষ্ট্রমন্ত্রী মারগট ওয়ালস্ট্রম, ইইউ’র নিরাপত্তা এবং পররাষ্ট্রনীতি বিষয়ক উচ্চ প্রতিনিধি ফেডেরিকা মোঘারিনি