রেল স্থাপনে থাইল্যান্ডের প্রস্তাবে সম্মতি বাংলাদেশের

0
525

টাইমস রিপোর্ট: থাইল্যান্ড থেকে মিয়ানমার হয়ে বাংলাদেশ পর্যন্ত সরাসরি রেল যোগাযোগ স্থাপনে থাইল্যান্ডের প্রস্তাবে সম্মতি দিয়েছে বাংলাদেশ। এছাড়া, বাণিজ্য বাড়ানো ও গভীর সমুদ্রে মাছ ধরার প্রযুক্তি বিনিময়েও একমত হয়েছে দুই দেশ।

সকালে ব্যাংককে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী দেশটির প্রধানমন্ত্রী সাথে সৌজন্য সাক্ষাত করেন।

বৈঠকে রোহিঙ্গা ইস্যু ছাড়াও, আঞ্চলিক যোগাযোগ ও বাণিজ্য বাড়ানোর বিষয় নিয়ে আলোচনা হয়। এসময় রোহিঙ্গা প্রত্যাবর্তনে বাংলাদেশকে আরো সহযোগিতার আশ্বাস দেন থাই প্রধানমন্ত্রী।

বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশে থাই বিনিয়োগ বাড়াতে ও আসিয়ানের সাথে সম্পর্ক স্থাপনে সহযোগিতা করবে থাইল্যান্ড। এজন্য সড়ক ও রেল যোগাযোগের প্রস্তাবকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ।