রিয়াল কোচ খেলোয়াড়দের চোটে চিন্তিত

0
334

খুলনাটাইমস স্পোর্টস: লা লিগার নতুন মৌসুম শুরু হতে খুব বেশি দেরি নেই। এমন সময় একের পর এক দলের খেলোয়াড়রা চোটে পড়ায় চিন্তিত রিয়াল মাদ্রিদ কোচ জিনেদিন জিদান।
প্রাক-মৌসুম প্রস্তুতি পর্বের টুর্নামেন্ট ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন্স কাপে খেলতে বর্তমানে যুক্তরাষ্ট্রে আছে রিয়াল। ওখানে সবশেষ চোট পেয়েছেন জুনে ফ্রান্সের ক্লাব লিওঁ থেকে আসা ফরাসি ডিফেন্ডার ফেরলঁদ মঁদি।
সাম্প্রতিক সময়ে এই নিয়ে রিয়ালের তিন জন খেলোয়াড় চোটে ছিটকে গেলেন। এর আগে তরুণ স্প্যানিশ মিডফিল্ডার ব্রাহিম দিয়াস ঊরুতে ও আরেক স্প্যানিয়ার্ড মার্কো আসেনসিও হাঁটুতে চোট পান। স্প্যানিশ গনমাধ্যমগুলোর খবর অনুযায়ী, নয় মাস পর্যন্ত মাঠের বাইরে থাকতে হতে পারে ২৩ বছর বয়সী আসেনসিওকে।
খেলোয়াড়দের চোট প্রসঙ্গে জিদান মার্কাকে বলেন, “আমি জানি না কে মার্কোর জায়গা পূরণ করবে। মার্কোর চোট আমাদের জন্য বড় আঘাত। যেসব খেলোয়াড় এখানে আছে তাদের নিয়ে আমরা প্রস্তুতি নিচ্ছি। এরপর আমরা মাদ্রিদে ফিরব।”
আগামী ১৭ অগাস্ট লা লিগায় সেল্তা ভিগোর বিপক্ষে ২০১৯-২০ মৌসুমে নিজেদের প্রথম ম্যাচ খেলবে রিয়াল।