রামপাল সদর ইউনিয়ন গ্রাম আদালতের কার্যক্রম ত্বরান্বিত

0
237

রামপাল (বাগেরহাট) প্রতিনিধি: রামপাল সদর ইউনিয়নের গ্রাম আদালতের কার্যক্রমের সুবিধা পাচ্ছে প্রান্তিক মানুষ। বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করন দ্বিতীয় পর্যায়ে প্রকল্পের আওতায় এই ইউনিয়নে ২০১৭ সাল থেকে এই কার্যক্রম শুরু করা হয়। ২০১৭ সালের জুলাই থেকে ২০১৯ সালের ডিসেম্বর পর্যন্ত মোট ৮৫ টি মামলা দায়ের হয়েছে এবং এর মধ্যে ৮২ টি মামলা নিস্পস্তি করা হয়েছে। এ পর্যন্ত মোট ৪ লক্ষ ১৩ হাজার ৯ শত টাকা ক্ষতিপূরন আদায় করা হয়েছে। এছাড়া সচেতনতামূলক কার্যক্রমের আওতায় বিভিন্ন গ্রামে ৩২৫ টি উঠান বৈঠক,২৫১ টি কাউন্সেলিং, ১৪ টি আইনশৃঙ্খলা সভা,২ টি র‌্যালী,৩টি কমিউনিটি শেয়ারিং, ১টি যুব কর্মশালা,২টি গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষন দেয়া হয়েছে।