রামপাল পাওয়ার প্লান্ট আরো বেশি সামাজিক কর্মকান্ড করবে : ব্যবস্থাপনা পরিচালক

0
278

নিজস্ব প্রতিবেদক: আগামী দিনে রামপাল পাওয়ার প্লান্ট আরো বেশি বেশি সামাজিক কর্মকান্ড পরিচালনা করবে। সাধারণ মানুষের ভাগ্য উন্নয়নে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন রাখবে। দুই দেশের সম্পদ রামপাল পাওয়ার প্লান্টের সার্বিক কর্মকান্ডে মানুষ উপকৃত হবেন। রামপাল-মোংলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণকালে পাওয়ার প্লান্টের ব্যবস্থাপনা পরিচালক নরেশ আনন্দ প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। বুধবার বিকেলে মোংলার দিগরাজ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশীপ পাওয়ার কোম্পানী প্রাইভেট লিমিটে’র উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণের এই অনুষ্ঠানে আয়োজন করা হয়। অনুষ্ঠানে চার শতাধিক শিক্ষার্থীর মাঝে স্কুল ব্যাগ, পানির পট এবং ছাতা বিতরণ করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রামপাল পাওয়ার প্লান্টের প্রকল্প পরিচালক এস সি পান্ডে। অন্যান্যের মধ্যে ব্যবস্থাপনা পরিচালকের সহধর্মীনি রেনুকা আনন্দ, প্রকল্প পরিচালকের সহধর্মীনি নলিনী পান্ডে, কোম্পানীর ডিজিএম (এইচ আর) সিদ্ধার্থ মন্ডল, ডিএম (এইই আর) তরিকুল ইসলাম, খুলনা টিভি রিপোর্টার্স ইউনিটির সভাপতি মল্লিক সুধাংশু, বুড়ির ডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিখিল চন্দ্র রায়, দিগরাজ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পরমানন্দ বিশ^াস, দিগরাজ কলেজের অধ্যক্ষ তুষার কুমার গাইনসহ বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। ব্যবস্থাপনা পরিচালক মি আনন্দ আশা প্রকাশ করে বলেন, খুব শিঘ্রই এই কেন্দ্রের উৎপাদিত বিদ্যুত দুই দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করবে। তার মতে, এ পর্যন্ত বহুমুখি উন্নয়ন কর্মকান্ড পরিচালনা করেছে রামপাল পাওয়ার প্লান্টা। এসব কর্মকান্ডের মধ্যে রয়েছে, নিয়মিত মেডিকেল ক্যাম্প স্থাপন, কম্পিউটার প্রশিক্ষণ, সেলাই প্রশিক্ষণ, ফুটবল টুর্ণামেন্ট, গরীব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ, হুইল চেয়ার বিতরণ, সুপেয় পানি সরবরাহ ও সাংস্কৃতিক অনুষ্ঠান।