রামপালে ঘূর্নিঝড় বুলবুল এর প্রভাবে ক্ষতিগ্রস্থ ৬৩৬ টি ঘরবাড়ি

0
268

রামপাল (বাগেরহাট) প্রতিনিধি:
ঘূর্নিঝড় বুলবুল রামপালের ওপর দিয়ে বয়ে যাওয়ায় উপজেলার ১০ টি ইউনিয়নে ৬৩৬ টি ঘরবাড়ি ক্ষতিগ্রস্থ হওয়ার কথা জানা গেছে। উপজেলা পিআইও অফিস সূত্রে বিষয়টি নিশ্চিত করেছেন। পিআইও দপ্তরের তথ্যমতে ১১৬ টি অধাপাকা ও কাচা ঘরবাড়ি সম্পূর্নরূপে ক্ষতিগ্রস্থ হয়েছে। বাকি ৫২০ টি ঘরবাড়ি আংশিক ক্ষতিগ্রস্থ হয়েছে বলে প্রাথমিকভাবে জানাগেছে। উপজেলায় সার্বিক ক্ষতিগ্রস্থের পরিমান ৩৩০০ জন বলে পিআইও এর দপ্তরের ক্ষতিগ্রস্থের প্রাথমিক তথ্যাবলী দেখে নিশ্চিত হওয়া গেছে।
পল্লী বিদ্যুত এর রামপাল-মোংলা (ডিজিএম) মোঃ এমদাদুল ইসলাম জানান, অধিকাংশ এলাকায় বিদ্যুতের তারের উপর গাছপালা পড়ে তার ছিড়ে গেছে। উপজেলায় বিদ্যুতের ৫০ টি খুটি ভেঙ্গে পড়েছে এবং ৮০ টি হেলে পড়েছে। প্রায় ১৮০ টি মিটার ক্ষতিগ্রস্থ হয়েছে। বিদ্যুত অফিসের লোকজন ১০০ জন শ্রমিক নিয়ে কাজ শুরু করেছে। সোমবার সন্ধ্যা নাগাদ কিছু এলাকায় বিদ্যুত সংযোগ চালু করা হবে। উপজেলাব্যাপী বিদ্যুত সংযোগ সচল করতে আরও ৩/৪দিন সময় লাগতে পারে বলেও জানান তিনি। রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা তুষার কুমার পাল জানান, ঘূর্নিঝড় বুলবুল এর কারনে উপজেলাব্যাপী ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা প্রাথমিকভাবে ক্ষতিগ্রস্থদের মাঝে টিন,নগদ টাকা ও খাদ্যসামগ্রী বিতরন করেছি। মন্ত্রালায়ের অনুমোদন সাপেক্ষে আমরা পরবর্তীতে ক্ষতিগ্রস্থদের মাঝে দ্রুততম সময়ের মধ্য আর্থিক সহায়তা প্রদান করবো।