রাবির ‘বি’ ইউনিটে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

0
481

খুলনাটাইমস: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ‘বি’ ইউনিটের ফল প্রকাশ হয়েছে। গত মঙ্গলবার দিবাগত রাতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ফল দেখা যায়। এরআগে, সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম আবদুস সোবহানের হাতে ভর্তি পরীক্ষার ফল তুলে দেন ‘বি’ ইউনিটের পরীক্ষা কমিটির প্রধান সমন্বয়ক ড. এ কে শামসুদ্দোহা। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের প্রশাসক অধ্যাপক প্রভাষ কুমার কর্মকার। অধ্যাপক প্রভাষ কুমার কর্মকার বলেন, ‘বি’ ইউনিটে সর্বমোট ৫৬০টি আসন রয়েছে। এর মধ্যে বাণিজ্য বিভাগের ৪৫৫টি আসনের বিপরীতে এক হাজার ৪৪৪ জন এবং অবাণিজ্য বিভাগের ১০৫টি আসনের বিপরীতে বিজ্ঞান বিভাগের ৪২৭ এবং মানবিক গ্রুপের ১০৯ জনকে সাবজেক্ট চয়েস ফরম পূরণ করতে বলা হয়েছে। এ ছাড়া যাদের কোটা রয়েছে তারা ন্যুনতম ৪০ নম্বর পেলে সাবজেক্ট চয়েস ফরম পূরণ করতে বলা হয়েছে। তিনি আরও বলেন, নির্বাচিত প্রার্থীদেরকে আগামী ১৫ নভেম্বর দুপুর ১২টা থেকে ২০ নভেম্বর রাত ১২টার মধ্যে অনলাইনে ফরম পূরণ করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে পছন্দক্রম পূরণ না করলে ভর্তির জন্য কোনোভাবেই বিবেচিত হবে না। এ ছাড়া ভর্তি সম্পর্কিত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ধফসরংংরড়হ.ৎঁ.ধপ.নফ পাওয়া যাবে।