রাজধানীতে চীনা নাগরিকের মাটিচাপা লাশ উদ্ধার

0
331

খুলনাটাইমস: রাজধানীর বনানীর একটি বাড়ির পাশের ফাঁকা জায়গায় মাটিতে পুঁতে রাখা এক বিদেশি নাগরিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বনানী থানার ওসি নূর এ আজম জানান, খবর পেয়ে গতকাল বুধবার বেলা সাড়ে ১২টার দিকে আমরা লাশটি উদ্ধার করেছি। প্রাথমিক তথ্য অনুযায়ী, ওই ব্যক্তি একজন চীনা নগরিক। তার যে পরিচয় পাওয়া গেছে সে বিষয়ে আমরা নিশ্চিত হওয়ার চেষ্টা করছি। প্রাথমিকভাবে জানা গেছে, ওই চীনা নাগরিকের নাম জে জিয়াং ফি। বনানীর ২৩ নম্বর রোডের ৮২ নম্বর বাসার ষষ্ঠ তলায় তিনি পরিবার নিয়ে থাকতেন। সেই ভবনের পাশেই মাটিতে পুঁতে রাখা অবস্থায় তার লাশ পাওয়া যায়। ঘটনাস্থলে উপস্থিত একজন পুলিশ সদস্য বলেন, দিন বিশেক আগে ওই ব্যক্তির পরিবারের সদস্যরা চীনে গেছেন। বাসার কাজের লোকজন সকালে ভবনের পাশের খোলা জায়গায় কাজ করার সময় মাটির পোঁতা অবস্থায় লাশ পেয়ে পুলিশে খবর দেয়। সিআইডির ক্রাইম সিন সদস্যরা সেখানে কাজ করছেন জানিয়ে ওই পুলিশ সদস্য বলেন, আসলে কী ঘটেছিল তা এখনও স্পষ্ট নয়। এদিকে চীনা নাগরিকের লাশ উদ্ধারের ঘটনায় ওই ভবনের তিন নিরাপত্তাকর্মীকে আটক করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে লাশ উদ্ধারের পর জিজ্ঞাসাবাদের জন্য এই তিনজনকে থানায় ধরে নেওয়া হয়। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বনানী থানার ওসি নূরে আজম মিয়া জানান, জিজ্ঞাসাবাদের জন্য ওই ভবনের তিন নিরাপত্তাকর্মীকে থানায় আনা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তিনি বলেন, চীনা ওই নাগরিক ভবনের ষষ্ঠ তলায় থাকতেন। ধারণা করা হচ্ছে তাকে গতকাল (গত মঙ্গলবার) খুন করা হয়েছে। আমরা সার্বিক বিষয়গুলো নিয়ে কাজ করছি।