রবীন্দ্রনাথের সাহিত্যে অসাম্প্রদায়িকতা ফুটে উঠেছে : মুনতাসীর মামুন

0
564

ফুলতলা প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু অধ্যাপক ড. মুনতাসীর মামুন বলেছেন, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর কখনও নিজেকে জাহির করেননি। তিনি সবসময় তার লেখনীর মধ্যে ডুবে থাকতেন। তার সকল সাহিত্য, উপন্যাসে অসাম্প্রদায়িকতা ফুটে উঠেছে। তিনি ভালবাসতেন বাঙলা ভাষাকে এবং বাঙালি জাতিকে। পরবর্তীতে তিনি বঙ্গবন্ধুকেও ভালবাসতেন। রবী ঠাকুর এমনই একজন কবি ছিলেন যার সকল বিষয়ের উপর দখল ছিল। তিনি বাঙালিদের নিকট সবসময় প্রাসঙ্গিক ছিলেন। যার কারণে তৎকালীণ পাকিস্তান সরকার তাকে নিষিদ্ধ ঘোষনা করেছিল। তিনি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৭তম জন্মজয়ন্তী উপলক্ষে ফুলতলার দক্ষিণদিহি রবীন্দ্র কমপ্লেক্সে ৩ দিনব্যাপি লোকমেলা অনুষ্ঠানের সমাপনী দিনে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।
জেলা প্রশাসক মোঃ আমিন উল আহসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন খুলনার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সজিব খান, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক অসিতবরণ ঘোষ, প্রতœতত্ত্ব অধিদপ্তর খুলনার আঞ্চলিক পরিচালক আফরোজা খান মিতা। বিশেষ আলোচনা অনুষ্ঠানে “রবীন্দ্রনাথের উপন্যাস” বিষয়ের উপর বিশদ আলোচনা করেন লেখক ও গবেষক অধ্যাপক সুশান্ত সরকার। অনুষ্ঠান পরিচালনা করেন এ্যাড. মিনা মিজানুর রহমান ও অনুপম মিত্র। পরে, সাংস্কৃতিক অনুষ্ঠানের আহবায়ক খুলনা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর সাধন রঞ্জন ঘোষ এর পরিচালনায় এবং অধ্যাপক অচিন্ত্য কুমার ভৌমিক এর সহযোগিতায় স্থানীয় ও খুলনার বিভিন্ন সাংস্কৃতিক শিল্পীগোষ্ঠির শিল্পীদের সমন্বয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সন্ধ্যার পর দক্ষিণদিহির রবীন্দ্র কমপ্লেক্সে মৃণালিনী মঞ্চকে ঘিরে ৩ দিন ব্যাপি অনুষ্ঠানের গতকাল সমাপনী দিনে শত শত রবীন্দ্র ভক্তদের ভীড় পরিলক্ষিত হয়। এছাড়াও মেলায় অসংখ্য তরুণ-তরুণীদের উপস্থিতি লক্ষ্য করা যায়।