যৌতুকের দাবীতে স্বামী ও শশুর-শাশুড়ীর নির্যাতনে শিকার গৃহবধূ

0
671

প্রতিনিধি : দাকোপে যৌতুকের দাবীতে স্বামী ও শশুর-শাশুড়ীর নির্যাতনে এক সন্তানের জননী গুরুতর আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লক্সে ভর্তি। এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে স্বামীসহ ৪ জনের নাম উল্লেখ করেন থানায় মামলা দায়ের করেছেন। থানা পুলিশ ও ভুক্তভোগীর দাখিলকৃত মামলা সুত্রে জানাযায়, খুলনার বাটিয়াঘাটা শান্তী নগর এলাকার আফজাল শেখের কন্যা আকলিমা খাতুন(আঁিখঁ) সাথে দাকোপ উপজেলার চালনা পৌর এলাকার আচাঁভূয়া গ্রামের কুদ্দুস গাজীর পুত্র রবিউল ইসলাম গাজী গত ০৭/১০/১৫ তারিখে তাদের শরিয়াত মোতাবেক বিবাহ করে। পরবর্তীতে তাদের সংসারে একটি কন্যা সন্তান জন্ম গ্রহন করে। কিন্তু বিবাহরে পর বিভিন্ন সময় পুত্র বধূ আখিঁর নিকট তার স্বামী,শশুর-শাশুড়ী ৩ লক্ষ টাকা যৌতুকের দাবী জানিয়ে শারীরিক ও মানষিক নির্যাতন করে আসছিলো। এর কিছু দিন পরে স্বামীর মিনি ট্রাক ক্রয়ের জন্য ১লক্ষ টাকা আকলিমা তার পিতা মাতা নিকট থেকে এনে দেয়। ২২/০৬/১৮ তারিখে পূর্নরায় আরো ৩লক্ষ টাকা যৌতুক আনার জন্য আকলিমা খাতুনকে শিশু সন্তানসহ তার পিত্রালয়ে পাঠাই দেয়। কিন্তু তার পিতা মাতা দাবীকৃত টাকা না দিতে পারায় আকলিমা খাতুন স্বামী সংসারে টানে গত ২৪ জুলাই সন্ধায় কন্যা সন্তানসহ চালনা পৌরসভার আচাঁভূয়াস্থ তার শশুর কুদ্দুস গাজীর কাঠের গোলায় আসে। এ সময় স্বামী,শশুর-শাশুড়ী পুত্র বধুর কাছে জানতে চায় যৌতুকের ৩ লক্ষ টাকা আনা হয়েছে কি না। পুত্র বধূ অপারগতা প্রকাশ করলে শশুরের নির্দেশে স্বামী ও তার শাশুড়ী পুত্র বধূ আকলিমাকে চুলের মুঠি ধরে কিল,চড়,তলপেটে লাথি ও কাঠের চলা দিয়ে মারপিট করে গুরুতর আহত করে। এ সময় আহতের আত্ম চিৎকারে স্থানীয় লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে দাকোপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ঘটনায় ভুক্তভোগী আকলিমা খাতুন নিজে বাদী হয়ে স্বামী রবিউল ইসলাম গাজীসহ ৪ জনের নাম উল্লেখ করে দাকোপ থানায় মামলা দায়ের করে। যার মামলা নং-১৩,তারিখ ২৪/০৭/১৮ইং।