যারা দক্ষ অভিজ্ঞ বড় মাপের শিল্পী দাবি করে তারা প্রকৃত শিল্পী হতে পারেনা

0
471

স্টাফ রিপোর্টার: বন্দর উপজেলা শিল্পকলা একাডেমীর কার্যনির্বাহী পরিষদ ২০১৮ইং নির্বাচনের আর মাত্র ২দিন বাকী। শুক্রবার (২ নভেম্বর) সরকারি ছুটির দিনেও মাহমুদা-ওবায়েদ-সেন্টু পরিষদের সদস্যরা তাদের গণসংযোগ অব্যাহত রেখেছেন। সকাল থেকেই তারা ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থণা করছেন। শুক্রবার গণসংযোগকারীদের সকলেই ছিলেন প্রার্থী। ভোটারদের কাছে তারা একবারের জন্য সুযোগ চান। মাহমুদা-ওবায়েদ-সেন্টু পরিষদের ২নং ব্যালটধারী সহ-সভাপতি প্রার্থী প্রবীণ নাট্য ব্যাক্তিত্¦ মোঃ ওবায়েদ উল্লাহ প্রতিবেদককে জানান,আমরা নির্বাচনে দাড়িয়েছি ব্যালটের মাধ্যমেই জবাব দিতে চাই। যারা নিজেদেরকে দক্ষ অভিজ্ঞ বড় মাপের শিল্পী দাবি করে তারা প্রকৃত শিল্পী হতে পারেনা। শিল্পীর শৈল্পিক মন না থাকলে ঐক্যবদ্ধভাবে কাজ করা যায়না। আমরা কারো বদনাম বলতে চাইনা। তবে এইটুকু বলতে পারি আমরা দায়িত্ব পেলে শিল্পীদের মূল্যায়ণ করার জন্য যা কিছু করা দরকার আমরা তাই করবো ইনশাল্লাহ। কোন শিল্পীকে অবজ্ঞার দৃষ্টিতে দেখবোনা। সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করবো। গণসংযোগকালে সহ-সভাপতি প্রবীণ নাট্যকার মোঃ ওবায়েদ উল্লাহ ছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ৬নং ব্যালটধারী সাধারণ সম্পাদক প্রার্থী টিভি নাট্য পরিচালক ও চলচ্চিত্র নির্মাতা সাব্বির আহমেদ সেন্টু, ১০নং ব্যালটধারী যুগ্ম সম্পাদক প্রার্থী সুরকার গীতিকার ও সাংবাদিক সাইফুল্লাহ মাহমুদ টিটু, ৯নং ব্যালটধারী রংধনু শিল্পী গোষ্ঠীর প্রতিষ্ঠাতা মফিজুর রহমান মফিজ, ১৪নং ব্যালটধারী কার্যকরি সদস্য প্রার্থী সংগীত পরিচালক সুরকার,গীতিকার রেফারেন্স সংগীত বিদ্যালয়ের অধ্যক্ষ মিতু মোর্শেদ ও ১৭নং ব্যালটধারী প্রার্থী রিমঝিম সাংস্কৃতিক একাডেমী’র অধ্যক্ষ নৃত্য পরিচালক রোকশানা আক্তার সামিয়া।