মৎস্যমন্ত্রীর ডুমুরিয়া সর্বস্তরের জনগণের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময়

0
562

তথ্যবিবরণী : মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে আজ তাঁর নিজ বাসভবনে, ডুমুরিয়া সেন্টাল ঈদগাহ ময়দানে, উলা মাদ্রাসা ঈদগাহ মায়দান, কাঁঠাল তলা ঈদগাহ ময়াদনসহ বিভিন্নস্থানে সর্বস্তরের জনগণের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

 

 

এ সময় মৎস্যমন্ত্রী বলেন, ধর্ম যার যার উৎসব সকলের। ঈদ মুসলমানদের জন্য এক আনন্দঘন দিন। এ আনন্দ ছড়িয়ে পড়বে সবার মাঝে, সারা বাংলাদেশে। মাসব্যাপী সিয়াম সাধনার পর খুশী আর আনন্দের বার্তা নিয়ে আমাদের মাঝে আসে পবিত্র ঈদ-উল-ফিতর। ঈদ শান্তি, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়। ঈদ সব শ্রেণি পেশার মানুষের মধ্যে গড়ে তোলে সৌহার্দ্য, সম্প্রীতি ও ঐক্যের বন্ধন। তিনি বলেন, আনন্দগণ পরিবেশে সারা দেশে ঈদ-উল-ফিতর উদ্যাপিত হচ্ছে। ঈদ-উল-ফিতরের শিক্ষা সকলের মাঝে ছড়িয়ে পড়ুক, গড়ে উঠুক সুন্দর সমাজ, সমৃদ্ধশালী দেশ এবং মাদকমুক্ত বাংলাদেশ। এই দিনে পিছনের সব গøানি মুছে ফেলে নতুন করে শপথ নিয়ে আমাদের সকলকে সামনে এগিয়ে যেতে হবে। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ শাহনাজ বেগমসহ সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।