ম্যাচ পাতানোর প্রস্তাবে ফেঁসে যাচ্ছেন উমর আকমল

0
295
উমর আকমল, পাকিস্তান, Umar akmal, Pakistan, rtvonline

স্পোর্টস ডেস্ক:
উমর আকমলকে নিয়ে ভালো খবর কবে হয়েছে সেটা হয়তো তিনি নিজেও জানেন না। পাকিস্তানের এই উইকেট কিপার-ব্যাটসম্যান আবারও উঠে এসেছেন খবরে।

উমর আকমল পাকিস্তানের একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে কথায় কথায় বলে ফেলেন, ২০১৫ বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচে তাকে ম্যাচ পাতানোর প্রস্তাব করা হয়। তাকে বলা হয়েছিল দুটো বল ছেড়ে দিতে। শুধু বল ছেড়ে দেয়াই নয় তাকে না খেলার জন্যও প্রস্তাব করা হয়।

এই খবর ফাঁস করে উলটো বিপদে পড়তে যাচ্ছেন এই ক্রিকেটার।

এডিলেডে সেদিন ভারতের কাছে ৭৬ রানে হেরেছিল পাকিস্তান। উমর আকমল করেন শূন্য রান।

সামা টিভির টকশোতে উমর বলেন, দুই বল ছেড়ে দেয়ার জন্য দুই লাখ ডলারের প্রস্তাব দেয়া হয়। এছাড়াও আরও বেশি লোভনীয় প্রস্তাব দেয় যদি ম্যাচে না খেলা হয়। এর আগেও ভারত-পাকিস্তান ম্যাচ হলেই ম্যাচ পাতানোর প্রস্তাব আসতো।

বিশ্বকাপ শেষ হওয়ার প্রায় তিন বছর পর এসে উমর আকমলের এমন কথায় চটেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

পিসিবির এন্টি করাপশন কর্তৃপক্ষকে জানিয়েছিলেন কি না উমর আকমল সেটা পরিষ্কার করেননি। যদি সেটা না জানিয়ে থাকেন, তবে বড় বিপদেই পড়বেন তিনি।