মোড়েলগঞ্জে ২৬শ’ জেলে পরিবার পাচ্ছেন বিশেষ ভিজিএফ’র চাল

0
261

মোড়েলগঞ্জ প্রতিনিধি:
বাগেরহাটের মোড়েলগঞ্জে জাটকা ইলিশ ধরা থেকে বিরত থাকা সময়ে নিষিদ্ধ জাটকা আহরণকারি ২৬শ’ ১৪ জেলে পরিবার পাচ্ছেন ২শ’ ৯.১২০ মেট্রিকটন বিশেষ ভিজিএফ’র চাল। এ উপজেলার ১৬টি ইউনিয়নসহ পৌরসভায় এক সপ্তাহ ধরে চাল বিতরনের কার্যক্রম চলছে।
সোমবার খাউলিয়া ইউনিয়নে সকাল থেকে ৪২৫ পরিবারে মাঝে ২ মাসের জনপ্রতি ৮০ কেজি চাল বিতরণ করেন ইউপি চেয়ারম্যান মাষ্টার আবুল খায়ের, এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন ট্যাগ অফিসার মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হান্নান, ইউপি সদস্য আলমঙ্গীর হোসেন, মহিদুল ইসলাম, মিলন মীর ও নাসির হাওলাদার। একই দিনে জিউধরা ইউনিয়নে ১০০ জেলে পরিবারের মাঝে চাল বিতরণ করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবজাল হোসেন মাসুম, সচিব ঢালী মাহবুবুর রহমান, মৎস্যজীবি সমিতির সভাপতি মোশারেফ হোসেন খান, ইউপি সদস্য আব্দুল হাকিম মৃধা, শিমুল কান্তি মিস্ত্রী প্রমুখ। এ ছাড়াও ইতোমধ্যে রামচন্দ্রপুর, হোগলাপাশা, বনগ্রাম, বহরবুনিয়া এ জাটকা চাল বিতরণ করা হয়।
এ সর্ম্পকে উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজ্জামান বলেন, সরকারের চলমান সামাজিক উন্নয়ন প্রকল্পের অংশ হিসেবে এবারেও জেলে পরিবারের জন্য এ চালের বরাদ্ধ এসেছে। তবে অন্য বছরের চেয়ে ৭শ’ পরিবার বৃদ্ধি করা হয়েছে। চাল বিতরণে কোন অনিয়ম হলে কাউকে ছাড় দেওয়া হবে না।