মোড়েলগঞ্জে বেসরকারি সংস্থা স্পেস এর সভা অনুষ্ঠিত

0
300

মোড়েলগঞ্জ প্রতিনিধি:
বাগেরহাটের মোড়েলগঞ্জে বহরবুনিয়া ইউনিয়নে শনিবার বিকেলে জলবায়ু সহিষœু জীবন জীবিকা উন্নয়ন এবং কমিউনিটি ক্লিনিক কেন্দ্রীক স্বাস্থ্য সেবা ও পরামর্শ বিষয় প্রকল্পের উদ্যোগে অস্ট্র্রিলিয়ান হাইকমিশন ঢাকার অর্থায়নে এ সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, মোড়েলগঞ্জ উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এ্যাড. শাহ্-ই আলম বাচ্চু, বিশেষ অতিথি হিসেবে জেলা পরিষদের সদস্য আফরোজা আখতার লিনা, ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম।
ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে অন্যন্যের মধ্যে আলোচনা করেন বেসরকারি সংস্থা রিজিওনাল ম্যানেজার স্পেস খলুনা মো. সালাহ্ উদ্দীন (টিটল), ইউপি সদস্য মো. ফরিদ ফকির, মোশারেফ হোসেন হাওলাদার। এ সময় উপস্থিত ছিলেন জাহিদ হোসেন কচি, দৈনিক জনতা প্রতিনিধি রাজীব আহসান রাজু, ঢাকা প্রতিদিন প্রতিনিধি এম.পলাশ শরীফ, তাঁতীলীগ নেতা মনিরুজ্জামান বিজয়। উক্ত প্রকল্পের আওতায় ৩টি কমিউনিটি ক্লিনিক স্থাপন, বৃষ্টি পানির ট্যাংকি, এ অঞ্চলে রুগী পরিবহনের জন্য একটি রিভার এম্বুলেন্স দেওয়া হয়। এছাড়া দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ এবং আর্থীক সহায়তার মাধ্যমে ৯৬ জন নারী উদ্যোক্তা তৈরি করা হয়। এর আগে গত বৃহস্পতিবার উত্তর ফুলহাতা ফকিরবাড়ি, পূর্ব বহরবুনিয়া মল্লিক পাড়া কমিউনিটি ক্লিনিক পরির্দশন করেন বাগেরহাট জেলা সির্ভিল সার্জন ডা. জি কে এম শামসুজ্জামান। মেডিকেল অফিসার ডা. প্রদীপ কুমার বকসী এ সময় তার সাথে ছিলেন।