মোস্তাফা গ্রুপের পন্য বাজারজাত করতে পরিবেশক নিয়োগ চলছে

0
4137

নিজস্ব প্রতিবেদক :

মোস্তাফা গ্রুপের এম এম সল্ট ইন্ডাস্ট্রিজ লি: এর পন্য বাজারজাতকরার জন্য পরিবেশক নিয়োগ দেয়া হচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এই নিয়োগ বার্তা প্রচার করেন কোম্পানীর এরিয়া সেলস্ ম্যানেজার মোঃ মনোয়ার হোসেন মনির। নিয়োগের যাবতীয় শর্তাবলি নিচে দেয়া হলো।

পন্যের তালিকা:::—
তৈল —
১. মোস্তাফা সোয়াবিন তেল = ১ লি:, ২ লি:, ৫ লি:,
লবন—
২.মোস্তফা লবন চিকোন=১ কেজি

চিনি—-
৩. মোস্তাফা রিফাইন্ড চিনি= ১ কেজি,

লবন—-৫০০গ্রাম
৪. লবন চিকোন= ৫০০ গ্রাম, ১ কেজি,

লবন ক্রাশ মোটা লবন—-
৫.** লবন ক্রাশ= ১ কেজি,

লবন খোলা ৫০ কেজি ট্রেডিং সিস্টেমে—
৬. লবন খোলা ৫০কেজি বস্তা

ইন্ডাস্ট্রিয়াল লবন ৫০ কেজি—-
৭.ইন্ডাস্ট্রিয়াল সল্ট ট্রেডিং সিস্টেমে

চা পাতা প্যাকেট—-
৮. মোস্তাফা চা পাতা= ১০০ গ্রাম,২০০ গ্রাম,৫০০ গ্রাম,,১ কেজি,

কমিশন= লবন ২৫ কেজির বস্তায় ৩০ টাকা। চিনি কেজি প্রতি ২ টাকা, চা পাতা কেজিতে ১০ টাকা কমিশন, খোলা লবন ও ইন্ডাস্ট্রিয়াল সল্ট ট্রেডিং সিস্টেমে ফেক্টারী রেট দেওয়া হবে গারী ভাড়া পাটির

ড্যামেজ পলিসি=এডজাস্ট মেন্ট ১০০% বছরে চার বার ড্যেমেজ নেওয়া হবে প্রতি তিন মাস অন্তর অন্তর

যেসব এলাকায় পরিবেশক দেয়া হবে= ♦মিরপুর ঢাকা
♦ কামরাংগীরচর, ঢাকা।
♦মোহাম্মদপুর, ঢাকা।
♦উত্তরা, ঢাকা।
♦ফার্মগেট, ঢাকা। ♠গাজীপুর ঢাকা
♣ মানিকগঞ্জ জেলার সব থানা। ♠ নারায়ণগঞ্জ জেলার সব থানা আরাইহাজার থানা বাদ।
♣ টাঙ্গাইল জেলার সব থানা। ♠ময়মনসিংহ জেলার সব থানা ♠নেত্রকোনা জেলা সব থানা ♠শেরপুর জেলা সকল থানা ♠জামালপুর জেলার সব থানা ♠ কিশোরগঞ্জ জেলার সব থানা, খুলনা জেলা ও মহানগরের সকল থানা এবং রাজশাহী (আরএসএম আসাদ ০১৯৫৫৫০৮৩৭৩) ও রংপুর বিভাগ এর সকল থানা।

প্রয়োজনীয় কাগজ পএ—–
* পাসপোর্ট সাইজের ছবি।
* এন.আই.ডি ফটোকপি।
* ব্যাংক লেনদেনের কাগজ।
*TIN certificate.
* Tax certificate.

মূলধন—–
♦ এলাকাভেদে কম বা বেশি হতে পারে মূলধন।( ৩ লক্ষ হতে ৫ লক্ষ) বিনিয়োগ করতে হবে।

যোগাযোগের ঠিকানা—–
মোস্তফা সেন্টার ১১০২ আগ্রাবাদ সি/এ চট্টগ্রাম (★Mostafa group★).
MD Monower Hossain Monir Cell -01975000077

অথবা মেইল করতে পারেন
monowerbiofood@gmail.com