মোরেলগঞ্জে জেডিসি পরীক্ষায় তিন শিক্ষকের অর্থদন্ড

0
697

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধিঃ
বাগেরহাটের মোরেলগঞ্জে জেডিসি পরীক্ষার চতুর্থ দিনে আরবী ২য় পত্র পরীক্ষা চলাকালীন কেন্দ্র গোলোযোগ সৃষ্টির অপরাধে ভ্রাম্যমান আদালত তিন শিক্ষককে অর্থদন্ড দিয়েছেন। উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্টেট মোঃ আলমগীর হুসাইন এদের তিন জনকে পৃথকভাবে ১৬ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন এবং তাৎক্ষণিক জরিমানার অর্থ আদায় করেন।
জানা গেছে, পরীক্ষা চলাকালীন সময়ে রওশন আরা কলেজের জেডিসি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা চলাকালীন ৭ নং কক্ষের দায়িত্বরত শিক্ষক মানিক মিয়া দাখিল মাদ্রাসার সহকারী মৌলভী মো. খায়রুল বাশার তার কক্ষ থেকে ২নং কক্ষের অনাধিকার প্রবেশ করে এবং ঐ কক্ষের দায়িত্বরত শিক্ষক সোমাদ্দারখালী দাখিল মাদ্রাসার শিক্ষক আবুল কালাম আজাদ ও কাঠালতলা গিয়াসিয়া দাখিল মাদ্রাসার সহ-সুপার মাওলানা মোশাররফ হোসেনের সাথে তর্কবিতর্কে লিপ্ত হয়।
এ অপরাধে মানিক মিয়া দাখিল মাদ্রাসার সহকারী মৌলভী মো. খায়রুল বাশারকে ১০ হাজার টাকা ও অপর দুজনকে ৩ হাজার টাকার করে অর্থদন্ড প্রদান করেন। আর এ বিষয়টি নিশ্চিত করেছেন নির্বাহী ম্যাজিষ্টেট মোঃ আলমগীর হুসাইন ও কেন্দ্র সচিব মোঃ ফখরুল ইসলাম।##