মোবাইলে কলরেট বৃদ্ধির প্রতিবাদে খুলনা উন্নয়ন পরিষদের ক্ষোভ

0
539

নিজস্ব প্রতিবেদক:
একাদশ জাতীয় সংসদের নতুন অর্থবছরের (২০১৯-২০) বাজেটে মোবাইল ফোন গ্রাহকের কথার বলার ওপর ৫ শতাংশ সম্পূরক শুল্ক বৃদ্ধির পর মোবাইল অপারেটর কোম্পানী কর্তৃক গ্রাহকদের কলরেট বৃদ্ধিতে তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন খুলনা উন্নয়ন পরিষদ (কেডিসি)। নেতৃবৃন্দ অবিলম্বে গ্রাহক প্রতি মোবাইল কলরেট কমানোর দাবি জানান।
বিবৃতিদাতারা হলেন চেয়ারম্যান এস এম সোহেল ইসহাক, সম্মানিত সদস্য রোটারিয়ান আজিজুল হাসান দুলু, সাংবাদিক মো: আবু তৈয়ব মুন্সী, কো: চেয়ারম্যান প্রফেসর ড: মির্জা নুরুজ্জামান, মহাসচিব ইসরাত আরা হিরা, যুগ্ম-মহাসচিব প্রফেসর তাসরিনা বেগম, মো: সাইফুল ইসলাম, ইঞ্জিঃ রোটারিয়ান মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক ডা: চয়ন বিশ্বাস, মো: আইয়ুব আলী মোল্লা, শফিকুল আলম বিল্পব, অর্থ সম্পাদক ডা: জিল¬ুর রহমান তরুন, মো: নেওয়াজ মোরশেদ, এস এম মিশকাতুল ইসলাম, জি এম রাসেল ইসলাম, ডা: অনল রায়, সাংবাদিক জয়নাল ফরাজী, ডা: বাপ্পি দাস, শেখ মো: আলী স্বপন, মো: সাবির খান, মো: আব্দুল হান্নান, ইঞ্জি রফিকুল ইসলাম, অধ্যক্ষ সাজেদা ইসলাম, মো: লিটন মীর, কাজী আইনুল মুন, ইঞ্জিঃ নাজমুল হোসাইন, ইয়াফেজ ইসতিহাদ দীপ, আব্দুস সালাম ইডিএন, মো: হাসিবুর রহমান ইমন, কনিকা চৌধুরী ফারহানা, শিরিনা পারভীন।