মোংলায় ১৮ দফা দাবীতে বাংলাদেশ-ভারত নৌ প্রটোকল রুটের নৌযান শ্রমিকদের সমাবেশ

0
603

মোংলা প্রতিনিধি:
দেশের অভ্যন্তরীণ নদ-নদীর নাব্যতা রক্ষা ও বেতন-ভাতা বৃদ্ধি এবং নিরাপত্তা নিশ্চিতসহ ১৮ দফা দাবীতে মোংলায় ‘বাংলাদেশ-ভারত নৌ প্রটোকল’ রুটে চলাচলকারী নৌযান শ্রমিকদের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে মোংলা লাইটারেজ শ্রমিক ইউনিয়ন কার্যালয় চত্বরে নাবিক কল্যাণ সমিতির প্রতিষ্ঠাতা ফিরোজ আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন লাইটারেজ শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক মামুন হাওলাদার বাদশা, কায়উম মাস্টার, কেরামত আলী ও মিন্টু হাওলাদার প্রমুখ।

সমাবেশে বক্তরা বলেন, আমদানী-রপ্তানী পণ্য পরিবহণ বাংলাদেশ-ভারত নৌ প্রটোকলভুক্ত রুটের নৌযান শ্রমিকেরা গুরুত্বপূর্ণ অবদান রাখছে। প্রায় শতকরা ৮০ পণ্য এ নৌ পথে পরিবহণ হয়ে থাকে। কিন্তু আমদানী-রপ্তানী পণ্য পরিবহণে বাংলাদশী নৌযানের শ্রমিকেরা ভারত গিয়ে নানা রকম হয়রানীর শিকার হচ্ছে। কোন শ্রমিক অসুস্থ হলে কিংবা প্রয়োজনীয় রসেদ ফুরিয়ে গেলেও তাদের ল্যান্ড পাসের অনুমতি মেলে না। তাই তাদের ল্যান্ডিং পাসের ব্যবস্তাসহ দেশের অভ্যন্তরীন পথের বিভিন্ন পয়েন্ট চাঁদবাজি ও ডাকাতির ঘটনা বন্ধে প্রশাসনের নজরদারী বৃদ্ধির দাবী জানান শ্রমিক নেতারা। এছাড়া গত ১৫ অক্টোবর বাংলাদেশ লাইটারেজ শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সৈয়দ শাহাদাৎ হোসেনের ওপর সন্ত্রাসী হামলায় জড়িতদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানানো হয়। #