মোংলার স্থায়ী বন্দর বুড়িরডাঙ্গার দেলোয়ার হোসেনের বিরুদ্ধে ভূয়া মুক্তিযোদ্ধা পরিচয়ে সকল সুযোগ-সুবিধা ভোগের অভিযোগ

0
399

এ,এইচ শাহিন:
মোংলার স্থায়ী বন্দর বুড়িরডাঙ্গা এলাকার দেলোয়ার হোসেনের বিরুদ্ধে ভূয়া মুক্তিযোদ্ধা পরিচয়ে সকল সুযোগ-সুবিধা ভোগের অভিযোগ উঠেছে। মুক্তিযোদ্ধা হিসেবে লাল মুক্তি বার্তা দেলোয়ারের নাম না থাকা সত্বেও তিনি বছরের পর বছর ধরে একজন প্রকৃত মুক্তিযোদ্ধার সকল ধরণের সুযোগ-সুবিধা ভোগ করে চলেছেন বলেও অভিযোগ রয়েছে। সনদপত্র তালিকা ও লাল মুক্তিবার্তার কোথাও তার নাম না থাকা সত্বেও কিভাবে মুক্তিযোদ্ধার পরিচয় দিয়ে সুযোগ-সুবিধা নিচ্ছেন তা নিয়ে স্থানীয় জনমনে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে।
মন্ত্রনালয়, বাগেরহাট জেলা প্রশাসক ও জেলা মুক্তিযোদ্ধা কমান্ডারসহ বিভিন্ন দপ্তরের প্রেরিত অভিযোগের প্রেক্ষিতে জানা যায়, ভূয়া কাগজপত্রের মাধ্যমে দেলোয়ার হোসেন ২০১১ সাল পর্যন্ত মুক্তিযোদ্ধা হিসেবে সকল সুযোগ-সুবিধা ভোগ করে আসছে। এরপর তার বিরুদ্ধে ভূয়া মুক্তিযোদ্ধার অভিযোগ উঠে। ওই সময় স্থানীয় লোকজন তার মুক্তিযোদ্ধা সনদপত্র তালিকা, গেজেট ও লাল মুক্তি বার্তা যাচাই-বাছাইয়ের জন্য সরকারের সংশ্লিষ্ট দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেন। ২০১১ সালে ওই সকল অভিযোগের তদন্তে মুক্তিযোদ্ধার তালিকা থেকে বাদ পড়ে দেলোয়ারের নাম। জেলা ও উপজেলা মুক্তিযোদ্ধা সাময়িক সনদপত্র তালিকা ও লাল মুক্তি বার্তার কোথাও দেলোয়ারের নাম নেই। তারপরও বছরের পর বছর ধরে দেলোয়ার মুক্তিযোদ্ধা পরিচয়ে ভাতাসহ সকল ধরণের সুযোগ সুবিধা ভোগ করে চলেছেন। দেলোয়ার হোসেন বাগেরহাটের রাধাবল্লব গ্রামের মৃত ছোরমান উদ্দিনের ছেলে। স্থানীয়দের অভিযোগ, তিনি যদি প্রকৃত মুক্তিযোদ্ধাই হবেন তাহলে তার নিজ এলাকা বাগেরহাট মুক্তিযোদ্ধা সংসদের সনদ তালিকাভুক্ত হননি কেন। ওখান থেকে মোংলায় এসে ভূয়া কাগজপত্র দিয়ে সব কিছু ম্যানেজ করেই তিনি মুক্তিযোদ্ধা হিসেবে নাম লিখিয়েছিলেন এবং পরবর্তীতে যাচাই-বাছাইতে বাদও পড়েন বলে অভিযোগ করেছেন স্থায়ী বন্দর বুড়িরডাঙ্গা এলাকার বাসিন্দারা। এ বিষয়ে দেলোয়ার হোসেন বলেন, কম্পিউটারের ভুলের কারণে লাল মুক্তি বার্তায় আমার নাম উঠেনি। নতুন করে নাম অন্তভুক্তির জন্য মন্ত্রনালয়ে সংশোধনী আবেদন করা হয়েছে। মোংলা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার ফকির আবুল কালাম আজাদ বলেন, লাল মুক্তি বার্তা না থাকলেও গেজেটে নাম ও সার্টিফিকেট রয়েছে। সার্টিফিকেট থাকলেই সে সকল সুযোগ-সুবিধা ভোগ করতে পারবেন।