মুমিনুল খুশি অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ স্থগিত হওয়ায়

0
213

খুলনাটাইমস স্পোর্টস: বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার দুই বোর্ডের সিদ্ধান্তে স্থগিত করা হয়েছে অস্ট্রেলিয়ার দলের বাংলাদেশ সফর। অস্ট্রেলিয়ার মতো বড় দলগুলোর বিপক্ষে সিরিজ খেলার সুযোগ বাংলাদেশের খুব একটা হয়না, তাই তো তাদের বিপক্ষে কাঙ্খিত সিরিজ স্থগিত হয়ে যাওয়া হতাশার। তবে বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক মুমিনুল হক এর মধ্যেও খুঁজে নিচ্ছেন ইতিবাচক দিক। ক্রীড়া বিষয়ক সংবাদ মাধ্যম ক্রিকবাজকে শুক্রবার মুমিনুল বলেন, ‘আমি সিরিজটা স্থগিত হওয়ায় আমি তেমন একটা হতাশ না। বরং পরবর্তীতে আমাদের পূর্ণ শক্তির দল নিয়ে খেলার দুয়ার খুলে দিয়েছে।’ যদিও মুমিনুলের এই কথায় অনেকের কপালেই চিন্তার ভাঁজ পড়তে পারে। তবে পূর্ণ শক্তি নিয়ে খেলা বলতে তিনি তার দলে এক বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে সাকিব আল হাসানের ফেরাকে দেখছেন, ‘কারণ যদি সিরিজটা আগামী বছরে গিয়ে পড়ে তবে আমরা দলে সাকিব ভাইকে ফিরে পাবো।’ সাকিব আল হাসানের নিষেধাজ্ঞার সময় শেষ হবে ২৯ অক্টোবর। অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাঠের টেস্টটা তাই পিছিয়ে আগামী বছর গেলে খেলতে পারবেন সাকিব। এ ছাড়া এশিয়া কাপ ও অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত টি-২০ বিশ্বকাপও পিছিয়ে যেতে পারে। যদি অক্টোবরের বিশ্বকাপ কিছুটাও পিছিয়ে যায় তবে সাকিবের খেলার সম্ভাবনা তৈরি হবে। যদিও বাংলাদেশের বিশ্বকাপ খেলা নির্ভর করছে বাছাইপর্বের ওপর। সাকিবকে দলে পাওয়ার প্রত্যাশা জানিয়ে মুমিনুল বলেন, ‘সাকিব ভাই দলে থাকলে এমনিতে সবাই উজ্জীবিত থাকেন। তাকে ছাড়া দলে আমার অতিরিক্ত একজন বাঁ-হাতি স্পিনারের দিকে ঝুঁকতে হয়। একদিন থেকে সিরিজটা বাতিল হওয়া তাই ভালোই বলতে হবে। সিরিজটা যদি আগামী বছরের এপ্রিলে হয় আমরা আরও প্রস্তুত সাকিব ভাইকে পাবো। অধিনায়ক হিসেবে আমি অবশ্যই অস্ট্রেলিয়ার মতো দলের বিপক্ষে আমাদের সেরা ক্রিকেটারকে নিয়ে খেলতে চাই।