মিরাজের ফাঁদে লঙ্কান ওপেনার

0
412

খেলা ডেস্ক, খুলনা টাইমস:

কোনো রান না দিয়েই শ্রীলঙ্কার ওপেনার করুনারতে কে সাজঘরে ফিরালেন স্পিনার মেহেদী হাসান মিরাজ। দুই ওভারে কোনো রান করতে পারেনি লঙ্কানরা। প্রথম ওভারটি মেডেন দেন অভিষিক্ত সানজামুল ইসলাম।
এখন ক্রিজে এসেছেন ধনাঞ্জয়া ডি সিলাভা। সঙ্গী হয়েছেন ওপেনার কুসল মেন্ডিসের।
এর আগে প্রথম ইনিংসে ৫১৩ রানের বিশাল স্কোর গড়ে বাংলাদেশ।

বাংলাদেশকে ৫০০ রানে আটকাত পারল না সামাবিরার শিষ্যরা
চট্টগ্রাম টেস্টের প্রথম দিন শেষে শ্রীলঙ্কার ব্যাটিং কোচ সামারাবিরা বলেছিলেন, বাংলাদেশের প্রথম ইনিংস পাঁচ শ’ রানের নিচে রাখতে চেষ্টা করবেন তারা। সংবাদ সম্মেলনে বলেন, ‘দ্বিতীয় দিন বাংলাদেশের ওপর চাপ প্রয়োগ করতে হবে। বিশেষ করে প্রথম সেশনে। তাদেরকে ৫ শ’ রানের নিচে আটকে রাখতে হবে।’
কিন্তু বাংলাদেশকে আটকে রাখতে পারেনি তারা। অধিনায়ক মাহমুদুল্লাহ পাঁচ শ’ ছাড়াতে মরিয়া ছিলেন। সময় নিয়ে কাজটি সুন্দরভাবে সম্পন্ন করেছেন তিনি। দলকে পৌঁছে দিয়েছেন সর্বোচ্চ স্কোরে। বাংলাদেশের প্রথম ইনিংস শেষ হয়েছে ৫১৩ রানে।
অধিনায়ক মাহমুদুল্লাহ ৮৩ রানের অনবদ্য একটি ইনিংস খেলেছেন। ১৩৪ বলে সাত বাউন্ডারি ও দুই ছক্কা হাঁকিয়েছে অপরাজিত ছিলেন। তবে মনের কোনে আফসোস তো থাকবেই যোগ্য সঙ্গীর অভাবে সেঞ্চুরিটি করা হয়নি তার।
মাহমুদুল্লাহ ছাড়াও দলের পক্ষে সবচেয়ে বেশি অবদান মুমিনুল হকের। চোখ ধাঁধানো ১৭৬ রানের ইনিংস বাংলাদেশকে বিশাল রান করতে সহায়তা করেছে।
এছাড়া মুশফিকুর রহিম ৯২, তামিম ইকবাল ৫২, ইমরুল কায়েস ৪০, মেহেদী হাসান মিরাজ ২০, মোসাদ্দেক হোসেন ৮, সানজামুল ইসলাম ২৩, মোস্তাফিজুর রহমান ৮ রান করেছেন।
ক্রীলঙ্কার পক্ষে সুরাঙ্গা লাকমল-রঙ্গনা হেরাথ তিনটি করে। লক্ষণ সান্দাকান দুটি এবং দিলরুয়ান পেরেরা একটি উইকেট নেন।
এর আগে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্বান্ত নেন অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। বাংলাদেশের দশম অধিনায়ক হিসেবে অভিষেক হয় রিয়াদের।
এ ম্যাচে টেস্ট অভিষেক হয় বাঁ-হাতি স্পিনার সানজামুল ইসলামের। ইতোমধ্যে বাংলাদেশের হয়ে ৩টি ওয়ানডে খেলেছেন তিনি।
সিরিজের প্রথম টেস্টে বাংলাদেশ একাদশে সুযোগ হয়নি কামরুল ইসলাম রাব্বি, রুবেল হোসেন, নাইম হাসান, তানবীর হায়দার ও আব্দুর রাজ্জাকের।
বাংলাদেশ দল : তামিম ইকবাল, ইমরুল কায়েস, লিটন দাস, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ (অধিনায়ক), মোসাদ্দেক হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, সানজামুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।