মাসুদ রানা চরিত্রে এবিএম সুমন, আরো রয়েছেন সাঞ্জু ও পিয়া

0
306

খুলনাটাইমস বিনোদন: ‘বাংলার জেমস বন্ড’খ্যাত গোয়েন্দা চরিত্র মাসুদ রানা লিখেছেন কাজী আনোয়ার হোসেন। এই চরিত্রটি নিয়ে গত বছর সিনেমার নির্মাণের ঘোষণা দিয়েছিলো প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া। প্রতিষ্ঠানটির সূত্রে জানা গেছে, চলচ্চিত্রটি পরিচালনা করবেন বাংলাদেশি বংশোদ্ভূত হলিউডের ডিরেক্টর আসিফ আকবর। ছবিটি আলোচনায় রয়েছে এর তারকাবহুল কাস্টিং নিয়ে। এখন পর্যন্ত জানা গেছে ছবিটিতে অভিনয় করবেন রেসলিং দুনিয়ার ভয়ংকর তারকা দ্য গ্রেট খালি। আরও থাকছেন ‘দ্য ম্যাট্রিক্স’ ছবির খলনায়ক ড্যানিয়েল বার্নহার্ড। এছাড়াও আছেন ‘আয়রন ম্যান ২’খ্যাত হলিউডের জাঁদরেল অভিনেতা মিকি রোর্ক, গ্যাব্রিয়েল্লা রাইট, মাইকেল প্যারেসহ বেশ ক’জন তারকা। তবে কে হবে মাসুদ রানা সেটি এখনো নিশ্চিত নয়। এই চরিত্রের অভিনেতা নিয়ে অনেক কা-ও ঘটে গেছে এরইমধ্যে। শেষ পর্যন্ত নিশ্চিত হওয়া গেল দুর্র্ধষ এজেন্ট মাসুদ রানা হয়ে পর্দায় আসতে চলেছেন ‘ঢাকা অ্যাটাক’খ্যাত এবিএম সুমন। এরইমধ্যে তার সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি করেছে জাজ। তার পাশাপাশি ছবিটিতে গুরুত্বপূর্ণ দুটি চরিত্রে চুক্তিবদ্ধ হয়েছেন মডেল ও অভিনেতা সাঞ্জু জন ও আন্তর্জাতিক অঙ্গনে আলো ছড়ানো বাংলাদেশি মডেল ও উপস্থাপিকা পিয়া জান্নাতুল। জাজের ঘনিষ্ঠ একটি সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। সূত্র বলছে, এবিএম সুমন, সাঞ্জু জন ও পিয়া জান্নাতুল ‘মাসুদ রানা’ ছবিতে চূড়ান্ত। ছবিতে মাসুদ রানা চরিত্রে এবিএম সুমন, তার বন্ধু সোহেল চরিত্রে সাঞ্জু জন আর ক্যাপ্টেন রুপা চরিত্রে কারিশমা দেখাবেন পিয়া, এমনটাই জানা গেছে। তিনজনই ছবির শুটিংয়ের জন্য প্রস্তুতি নিচ্ছেন। জানা যায় এবিএম সুমন, সাঞ্জু জন ও পিয়া জান্নাতুল তিনজনই খশরু পারভেজ রুনির কাছে প্রশিক্ষণ নিচ্ছেন। রুনি তার ফেসবুকে এই তিনজনের ফাইটিং শেখার কিছু ভিডিও অংশ প্রকাশ করেন। সেখানে দেখা যায় এই তিনজনই কমব্যাট ফাইট প্রশিক্ষণ নিচ্ছেন। তবে তিন তারকার কেউই ‘মাসুদ রানা’ ছবিতে যুক্ত হওয়ার ব্যাপারে মুখ খুলতে নারাজ।জাজও নিজ থেকে কিছু বলতে চায় না এখনই। প্রতিষ্ঠানটি এই মুহূর্তে ছবির সুলতা চরিত্রের অভিনেত্রীর সন্ধানে রয়েছে। প্রথমদিকে এই চরিত্রে বলিউডের শ্রদ্ধা কাপুর অভিনয় করবেন বলা হলেও শেষ পর্যন্ত শিডিউল জটিলতায় ছবিটি থেকে সরে দাঁড়ান তিনি। তার পরিবর্তে বলিউডেরই অন্য কোনো জনপ্রিয় মুখকে ছবিতে যুক্ত করতে চাইছে জাজ। শিগগিরই হয়তো এই বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসবে। জানা গেছে, ‘মাসুদ রানা’ সিরিজের প্রথম পর্ব ‘ধ্বংস পাহাড়’ নিয়ে চলচ্চিত্রটি নির্মিত হচ্ছে। এর ইংরেজি নাম ‘এমআর-৯’ আর বাংলা নাম হবে ‘মাসুদ রানা’। ছবিটি ইংরেজি ও বাংলা ভাষায় আসবে। পরে অন্য ভাষায় ডাবিং বা সাবটাইটেল হবে। মাসুদ রানার শুটিং হবে মরিশাস, থাইল্যান্ড ও বাংলাদেশে। সিনেমার বাজেট করা হয়েছে প্রায় ১০ মিলিয়ন ডলার বা প্রায় ৮৩ কোটি টাকা। জাজের সঙ্গে ছবিটির সহপ্রযোজক হিসেবে আছে হলিউডের সিলভার লাইন।