মালয়েশিয়ার প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিলেন মাহাথির

0
427

অনলাইন রিপোর্ট : মালয়েশিয়ার প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিলেন মাহাথির মোহাম্মদ। বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ১০ টার কিছুক্ষণ আগে রাজধানী কুয়ালালামপুরের রাজ প্রাসাদে সুলতান মোহাম্মদ তাকে শপথ বাক্য পাঠ করান। প্রাসাদ থেকে তার শপথ অনুষ্ঠান টিভি তে সরাসরি সম্প্রচার করা হয়। মাহাথিরের পরনে ছিল দেশের ঐতিহ্যবাহী পোশাক এবং মাথায় ছিল টুপি। বিশ্বে মাহাথিরই নির্বাচিত হওয়া সবচেয়ে বয়স্ক দেশ নেতা।
মালয়েশিয়াকে উন্নতির পথে নিয়ে যাওয়া মাহাথির এ নির্বাচনে নিজের সাবেক দলের বিরুদ্ধেই লড়েছেন। যে দলের হয়ে তিনি ২২ বছর ক্ষমতায় ছিলেন, বিরোধী জোটের নেতা হিসেবে সে দলেরই প্রধানমন্ত্রী নাজিব রাজাককে ক্ষমতা থেকে টেনে নামালেন তিনি। এর মাধ্যমে মালয়েশিয়ায় বারিসান ন্যাসিওনাল (বিএন) জোটের ৬১ বছরের শাসনের অবসান হয়েছে। ১৯৫৭ সালে ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা লাভের পর থেকে এ জোট একটানা দেশটির ক্ষমতায় ছিল।