মার্ডার মামলায় ৪ জন গ্রেফতার

0
382

বিজ্ঞপ্তিঃ র‌্যাব তার প্রতিষ্ঠা লগ্ন থেকেই সমাজে বিশৃংখলা সৃষ্টিকারী, জলদস্যু, অস্ত্র ব্যবসায়ী, ডাকাত, কালোবাজারী, মানব পাচারকারী, মাদক ব্যবসায়ী, জঙ্গী ও সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ অব্যাহত রেখেছে। এরই ধারাবাহিকতায় (১৫ অক্টোবর) তারিখ বিকাল অনুমান ১৬.০০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, খুলনা জেলার লবনচরা থানাধীন রুপসা ব্রীজের নীচে দস্যুতা ও মার্ডারের সাথে সম্পৃক্ত ০২ জন আসামী অবস্থান করছে। যারা বাগেরহাট জেলার সদর থানাধীন চুলকাঠি বাজারের সন্নিকটে গত ২১/০৯/২০১৮ তারিখ রাত অনুমান ২০.৩০ ঘটিকার সময় সংঘটিত দস্যুতা ও গুলিবর্ষন করে হত্যার ঘটনার সাথে সম্পৃক্ত। এরুপ সংবাদের ভিত্তিতে র‌্যার-৬ এর একটি চৌকস আভিযানিক দল অতিরিক্ত পুলিশ সুপার, মোঃ এনায়েত হোসেন মান্নান, কমান্ডার, সিপিসি-স্পেশাল কোম্পানী এবং সহকারী পুলিশ সুপার মোঃ আমিনুল কবীর তরফদার স্কোয়াড কমান্ডার সিপিসি-স্পেশাল কোম্পানী এর নেতৃত্বে ১৫/১০/২০১৮ তারিখ ১৭.০০ ঘটিকায় রুপসা ব্রীজের নীচে অভিযান পরিচালনা করে আসামী ১। কাইয়ুম হোসেন@আকাশ(১৯), পিতা-শেখ শরিফুল ইসলাম, সাং-কাড়াপাড়া, থানা ও জেলা-বাগেরহাট, ২। ইব্রাহিম হোসেন@রাব্বি শেখ(১৯), পিতা-মোঃ সাহাবুদ্দিন শেখ, সাং-গাজীরঘাট, থানা-মোড়লগঞ্জ, জেলা-বাগেরহাট, এ/পি-লবণচরা আছিয়া সী ফুড এর পাশে, থানা-লবণচরা, কেএমপি, খুলনাদেরকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে বাগেরহাটের চুলকাঠি বাজারের সন্নিকটে সংঘটিত দস্যুতা ও হত্যার ঘটনায় তাদের সম্পৃক্ততার কথা স্বীকার করেন এবং ২১/০৯/২০১৮ তারিখ সন্ধ্যার পরে তাদের পরিকল্পিত দস্যুতা, গুলি করে হত্যা ও দস্যুতার টাকা ভাগবাটোয়ারা করা এবং উক্ত ঘটনার সাথে সংশ্লিষ্ট অন্যান্য আসামীদের নাম ঠিকানা ও সম্পৃক্ততার সম্পর্কে গুরুত্বপূর্ন তথ্য পাওয়া যায়। প্রাপ্ত তথ্যের প্রেক্ষিতে অদ্য ১৭/১০/১৮ তারিখ রাত অনুমান ০১.৩০ ঘটিকায় (সোহেলের ঠিকানায়) অভিযান পরিচালনা পূর্বক উল্লেখিত হত্যা ও দস্যুতার ঘটনায় সংশ্লিষ্ট আরো ০২ জন আসামী গ্রেফতার করা হয়। আসামীদ্বয় হলেনঃ-০১। আঃ হালিম শেখ(১৯), পিতা-আঃ সামাদ শেখ, সাং-শ্যামবাগাত, থানা-ফকিরহাট, জেলা-বাগেরহাট, ০২। মোঃ কামরুজ্জামান সোহেল(২২), পিতা-মৃত ইসমাইল হোসেন, সাং-মাসকাটা, থানা-ফকিরহাট, জেলা-বাগেরহাট। উক্ত আসামীদের জিজ্ঞাসাবাদে চুলকাঠি বাজার সংলগ্ন স্থানে গত ২১/০৯/১৮ তারিখ দস্যুতা ও হত্যার ঘটনার সাথে তাদের সম্পৃক্ততার কথা তারা স্বীকার করেন।