মানবিক খোকাকে দেশে ফিরিয়ে আনার দাবি

0
310

খবর বিজ্ঞপ্তি:
মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকা জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে আজ দুরপ্রবাসে মৃত্যুর অপেক্ষায় বেঁচে আছেন। এই বীরমুক্তিযোদ্ধার শেষ ইচ্ছা অনুসারে তাঁকে স্বসম্মানে স্বদেশে ফিরিয়ে আনার জোর দাবি জানিয়েছেন খুলনা মহানগর বিএনপির নেতৃবৃন্দ। একই সাথে তার দেশের ফেরার পেছনের সকল প্রতিবন্ধকতা সরকারকে মানবিক কারণে দেখার আহ্বান জানিয়েছেন নেতৃবৃন্দ।
ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র ও সাবেক মন্ত্রী বিএনপির ভাইস-চেয়ারম্যান সাদেক হোসেন খোকা সারাজীবন দেশ ও জাতির উন্নয়নে কাজ করেছেন। নিউইয়র্কের ম্যানহাটনের মেমোরিয়াল স্লোন ক্যাটারিং ক্যানসার সেন্টারে চিকিৎসাধীন খোকার শারীরিক অবস্থা পরিবর্তনের আশা ছেড়ে দিয়েছেন চিকিৎসকেরা। তাঁরা খোকার সব চিকিৎসা বন্ধ করে দিয়েছেন। খোকার জীবনের শেষ ইচ্ছা অনুযায়ী অন্তিম সময়ে তাঁকে দেশে নেয়াও পরিবারের পক্ষে সম্ভব হচ্ছে না। পাসপোর্ট না থাকায় দেশে ফিরতে পারছেন না তিনি। পরবর্তী সময়ে কী হবে, এ নিয়ে স্বজনেরা গভীর দুর্ভাবনায় পড়েছেন। এ অবস্থায় সরকার প্রধানের কাছে মানবিক আবেদন জানিয়ে নেতৃবৃন্দ বলেছেন, সকল বাঁধা মানবিক কারণে রহিত করে জীবনের শেষ ক’টা দিন স্বদেশে আলো-বাতাসে প্রাণভরে নিঃশ্বাস নেবার সুযোগ করে দিন একজন বীরমুক্তিযোদ্ধাকে। সকল প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহন করতে হবে; কারো আগে বা পরে! সাদেক হোসেন খোকার সাথে বর্তমান সরকারের রাজনৈতিক মতনৈক্য থাকতে পারে; তবে সাদেক হোসেন খোকার স্বদেশ প্রেমে কোন খাঁদ নেই, ছিল না। তাই খোকাকে অবিলম্বে দেশের ফেরানোর কার্যকর উদ্যোগ গ্রহনে সরকারের প্রতি উদ্যত্ব আহ্বান জানিয়ে বিবৃতি দিয়েছেন খুলনা মহানগর বিএনপির নেতৃবৃন্দ।
বিবৃতিদাতারা হলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ভাষাসৈনিক এম নুরুল ইসলাম দাদুভাই, মহানগর বিএনপি’র সভাপতি সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু, সাবেক কেসিসি মেয়র মনিরুজ্জামান মনি, শাহারুজ্জামান মোর্ত্তজা, কাজী সেকেন্দার আলী ডালিম, সৈয়দা নার্গিস আলী, মীর কায়সেদ আলী, শেখ মোশাররফ হোসেন, জাফরউল্লাহ্ খান সাচ্চু, আঃ জলিলখান কালাম, সিরাজুল ইসলাম, এ্যাড. ফজলে হালিম লিটন, স ম আবদুর রহমান, শেখ ইকবাল হোসেন, অধ্যক্ষ তরিকুল ইসলাম, শেখ আমজাদ হোসেন, অধ্যাপক আরিফুজ্জামান অপু, সিরাজুল হক নান্নু, আসাদুজ্জামান মুরাদ, ইকবাল হোসেন খোকন ও এসএম আরিফুর রহমান মিঠু প্রমুখ।