মাঠ এবং স্থানীয় যুবসমাজকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে জনতার তোপের মুখে পন্ড: দেবহাটায় খেলা বন্ধ করে সরকারী মাঠ ইজারা দেওয়ার অভিযোগ

0
417

আব্দুর রব লিটু, দেবহাটা: দেবহাটায় খেলা বন্ধ করে সরকারী মাঠ ইজারা দেওয়ার অভিয়োগ। বাঁধাগ্রস্থ মানসিক বিকাশ, মরন নেশা মাদকে ঝুকতে পারে যুবসম্প্রদায়। আর এমন অভিযোগ উঠেছে মাঠ কমিটির সভাপতি ও ইউপি সদস্য রওনাকুল ইসলাম রিপন, সাধারণ সম্পাদক, কোষাধ্যক্ষ সহ অন্যান্য সদস্যদের বিরুদ্ধে। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে উঠেছে এলাকাবাসী। ঘটনাটি ঘটেছে উপজেলার পুষ্পকাটি ভাটা নামক ফুটবল মাঠে। তবে এই কমিটির বিরুদ্ধে কিছুদিন পূর্বে পাম্ববর্তী আলিপুরের একটি পিচের রাস্তা করার সময় রাস্তার ঠিকাদারকে মাঠের জায়গা ব্যবহার করতে দিয়ে ২০ হাজারের অধিক টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগও করেছে একটি সূত্র। এসব দিক বিবেচনা করে জনসাধারনের তোপের মুখে পন্ড হয়েছে ইজারা কার্যক্রম। বর্তমান সরকার ক্রিড়া বান্ধব সরকার। শহর থেকে শুরু করে দেশের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত খেলোয়াড় সৃষ্টি করতে সরকার বিভিন্ন গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহন করে চলেছেন। এসময় মাঠ কমিটি খেলার মাঠটি পল্লী বিদ্যুৎ এর কাছে ১লক্ষ টাকা চুক্তিতে ইজারা প্রদানের শর্তে মালামাল ফেলতে দেয় বলে জানাই স্থানীয়রা। মালামাল ফেলানোর ২/৩ দিনের মাথায় ফুসে উঠে স্থানীয় জনতা। অবশেষে জনতার তোপের মুখে মাঠ কমিটি ফের রেজুলেশনের মাধ্যমে মাঠ থেকে মালামাল সরানোর সিদ্ধান্ত গ্রহন করে। স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘ দিনের খেলার মাঠটি সংস্কারের নামে মাঠের পরিবেশ ও স্থানীয় যুব সম্প্রদায়কে বিপথগামী করার ষড়যন্ত্র জনতার চাপের মুখে পন্ড হয়েছে। এটা হলে এলাকার শিশু-কিশোররা খেলাধূলার সুযোগ থেকে বঞ্চিত হত। তাছাড়া এ অবসর সময় গুলোতে শিশু কিশোর সহ যুবকরা ভুল পথে অগ্রসর হতে পারে। এ বিষয়ে মাঠের সভাপতি ইউপি সদস্য রওনাকুল ইসলাম রিপন বলেন, ইজারার টাকা সঠিক কাজে ব্যবহার করা হবে। সাধারন সম্পাদক রিপন জানান, স্থানীয় জনসাধারন এবং মাঠ কমিটি মঙ্গলবারের দিন একত্রে বসে পুন:রায় রেজুলেশনের মাধ্যমে মাঠ ইজারা বন্ধ সহ মাঠে রক্ষিত পল্লী বিদ্যুৎ এর মালামাল সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত গ্রহন করেছে। এদিকে কুলিয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আছাদুল ইসলামের সাথে বিষয়টি জানতে তিনি বলেন বিষয়টি আমি শুনেছি।