মহিষাডাঙ্গায় ১৬ দলীয় ফুটবল টুর্ণামেন্টের ফাইনালে খরিয়াটি ফুটবল দল চ্যাম্পিয়ন

0
421

মইনুল ইসলাম, আশাশুনি:
আশাশুনি উপজেলার মহিষাডাঙ্গায় ১৬ দলীয় ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলায় খরিয়াটি ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। ফ্লাটলাইটের মাধ্যমে বৃহস্পতিবার রাত ৮ টায় মহিষাডাঙ্গা (জাতীয় দলের ক্রিকেটার সৌম্য সরকারের গ্রামের) ফুটবল মাঠে অজয় স্মৃতি ১৬ দলীয় নকআউট ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত ফাইনাল খেলায় আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়নের দাদপুর ফুটবল একাদশ ও দরগাহপুর ইউনিয়নের খরিয়াটি ফুটবল একাদশ পরস্পর মোকাবেলা করেন। খেলায় প্রথমার্ধে ১টি গোল করে দলকে এগিয়ে রাখেন খরিয়াটি ফুটবল একাদশের খেলোয়াড় শুকান্ত। খেলায় দ্বিতীয়ার্ধের শেষের দিকে দলের জয়ে আরও ১টি গোল করে খরিয়াটি ফুটবল একাদশের ৮ নং জার্সিধারী খেলোয়াড়। ফলে খেলায় খরিয়াটি ফুটবল একাদশ ২-০ গোলে দাদপুর ফুটবল একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলাটি পরিচালনা করেন, বরুন সানা, ইয়ামিন হোসেন, রোকনুজ্জামান লাভলু ও শিমুল হুসাইন। খেলায় ধারাভাষ্যে ছিলেন, সবুজ আহম্মেদ ও আশরাফ হোসেন। প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ফাইনাল খেলাটির উদ্বোধন করেন,বাংলাদেশ আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, সাবেক সফল স্বাস্থ্যমন্ত্রী প্রফেসার আলহাজ্ব ডাঃ আ ফ ম রুহুল হক এমপি। প্রধান অতিথির বক্তব্যে তিনি যুব সমাজের উদ্দেশ্য বলেন, খেলাধুলাকে হ্যাঁ বলুন, মাদক থেকে দূরে থাকুন তাহলে দেশ ও জাতির উন্নয়ন হবে। মাদক একটি সামাজিক ব্যাধি। যেসব পরিবার বা সমাজে মাদকের থাবা পড়েছে সেসব পরিবার বা সমাজে চরম অশান্তি বিরাজ করছে। মাদকাসক্ত যুব সমাজ ধ্বংস করছে নিজেদের জীবন তথা তাদের উজ্জ্বল ভবিষ্যৎকে। তাই মাদক ছেড়ে খেলাধুলার মাধ্যমে স্বাভাবিক জীবনে ফিরে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাওয়া এদেশের সকল কর্মকান্ডে যুব সমাজকে ভূমিকা রাখার আহবান জানান। বিশেষ অতিথি ছিলেন, আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার নাথ, ইউপি চেয়ারম্যান আলমগীর আলম লিটন, দীপংক কুমার সরকার, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি নীলকণ্ঠ সোম, এমপি প্রতিনিধি শম্ভুজিত মন্ডল, মহিষাডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শংকর কুমার, এমপি এ্যাম্বাসিটর তৌষিকে কাইফু প্রমূখ। এই প্রথম উপজেলার মহিষাডাঙ্গায় ফ্লাটলাইটের মাধ্যমে ফুটবল খেলা অনুষ্ঠিত হওয়ায় হাজার হাজার দর্শক খেলাটি উপভোগ করেন।