মমতার পথেই চলছেন নুসরাত জাহান

0
264

খুলনাটাইমস বিনোদন: করোনা সংক্রমণ রোধে সমগ্র ভারত ২১ দিনের জন্য লকডাউন করা হয়েছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি করোনা মোকাবিলায় সাধারণ মানুষকে সচেতন করতে মাঠে নেমেছিলেন। শুধু তাই নয়, ছুটে গিয়েছিলেন হাসপাতালে, বাজারে, কখনো বা ভবঘুরে মানুষের মুখে খাবার তুলে দিয়েছেন তিনি। এবার মমতার দেখানো পথে হাঁটলে সাংসদ ও টলিউড অভিনেত্রী নুসরাত জাহান। শনিবার সকালে তিনি হাজির হয়েছিলেন তার সংসদীয় এলাকায়। এ সময় সাধারণ মানুষের সঙ্গে কথা বলেছেন তিনি। নিয়ম মেনে চলার পরামর্শ দিয়েছেন এই অভিনেত্রী। পশ্চিমবঙ্গে লকডাউনের পঞ্চম দিন চলছে। এরইমধ্যে এ রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ১৫। এ তালিকায় এক কিশোর ও দুই শিশু রয়েছে। এতসব ঘটার পরও কিছু মানুষের বিবেক জাগ্রত হচ্ছে না। বরং বাজারে, চায়ের দোকানে আড্ডা জমাচ্ছেন তারা। এসব মানুষদের নুসরাত বোঝানোর চেষ্টা করেছেন বলেও ভারতীয় একটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে। ওয়ার্ল্ডমিটারের তথ্য অনুযায়ী, রাত পর্যন্ত ভারতে আক্রান্তের সংখ্যা ৮৭৪ জন। মারা গেছেন ২০ জন।