মংলায় বনের গাছ পাচারের দায়ে বন কর্মকর্তা বরখাস্ত

0
428
প্রতিনিধি: মংলায় পুর্ব সুন্দরবনের গাছ পাচারের অভিযোগে বন কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। বনের চাঁদপাই রেঞ্জের মরাপশুর টহল ফাড়ির অফিস ইনচার্জ মোঃ শাহাদাৎ হোসেনকে বরখাস্ত করা হয়েছে। সুন্দরবন পূর্ব বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোঃ মাহমুদুল হাসান’র স্বাক্ষরিত এক আদেশে তাকে বরখাস্ত করা হয়।
জানা যায়, গত ১৪ জুলাই রাতে মরা পশুর ফরেষ্ট অফিস সংলাগ্ন বড় পদ্মাপতি খালের পাড়ে ৮৪পিচ সুন্দরী ও পশুর লগ গাছ কেটে মজুদ করে চোরাকারবারীরা। মরাপশুর অফিসের ইনচার্জ মোঃ শাহাদৎ’র সহযোগীতায় তা থেকে ৪৪পিচ সুন্দরী ও পশুর গাছ চোরাকারবারীরা পাচার করতে পারলেও ৪০ পিচ গাছ ওখানে রয়ে যায়। গাছ কাটা ঘটনার একদিন পর এখবর এসিএফ শাহিন কবিরের কানে আসে। এদিকে চাদঁপাই রেঞ্জ কর্মকর্তা মোঃ শাহিন কবির (এসিএফ)’র অভিযানের তোর জোড় দেখে তরিঘড়ী করে ৪০পিচ গাছ ওইদিন রাতে মরাপশুর অফিস খালে এনে ডুবিয়ে রাখে ওসি শাহাদৎ। ১৭ জুলাই রাতে রেঞ্জ কর্মকর্তা গোপনে খবর পেয়ে লোক দিয়ে ডুবন্ত ওই ৪০পিচ গাছ উদ্ধার করে। যার পরিমান প্রায় প্রায় সাড়ে ৬শ ঘনফুট। এছাড়াও ১৮ জুলাই সকালে বড় পদ্মাপতি খালের পাড়ে তল্লাশী চালিয়ে ৮৪টি বড় বড় সুন্দরী ও পশুর গাছ কাটার মের চিহ্ণিত করে এ কর্মকর্তা। সুন্দরবনের চাদঁপাই রেঞ্জ কর্মকর্তা মোঃ শাহিন কবির জানান,মরাপশুরের অফিস ইনচার্জ মোঃ শাহদৎ গত ১৪ জুলাই সুন্দরী ও পশুর গাছগুলো এনে অফিস খালে রাখে। আমি গোপনে খবর পেয়ে ১৭ জুলাই রাতে গিয়ে ওখান থেকে ৪০পিচ গাছ উদ্ধার করেছি। সাথে সাথে বড় পদ্মাপতি খালের দুইপাড়ে তল্লাশী করা হয়েছে। সেখান থেকে প্রায় ৮৪টি বড় গাছের গোড়ালী (মের) চিহ্ণ পাওয়া গেছে। তার পরেও ১৪ জুলাইয়ের ঘটনা কেন রেঞ্জ বা বিভাগে জানানো হয়নী এব্যাপারে খুলনা বন সংরক্ষক (সিএফ) ও বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) কে অবহিত করা হয়েছে,তিনি শাহাদতের বিরুদ্ধে শাস্তিমুলক এ ব্যাবস্থা নিয়েছেন। পুর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোঃ মাহমুদুল হাসান জানান, ১৭ জুলাই ফাড়ির ইনচার্জ মোঃ শাহাদাৎ হোসেনের বিরুদ্ধে সুন্দরবনের ৮৪টি গাছ কর্তন করে পাঁচারের অভিযোগ ওঠে। অভিযোগের প্রেক্ষিতে তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটির প্রতিবেদনে তার বিরুদ্ধে গাছ পাঁচারের অভিযোগের সত্যতা পাওয়া যায়। এ কারণে তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। তার বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান এ কর্মকর্তা।