মংলায় কোষ্টগার্ড কর্তৃক ৪টি দেশীয় আগ্নেয়াস্ত্র জব্দ

0
322

নিজস্ব প্রতিবেদকঃ গোপন সংবাদের ভিত্তিতে মংলার সুন্দরবনের মৃগামারী খাল এলাকায় অভিযান চালিয়ে ৪ টি দেশীয় (একনলা বন্দুক) জব্দ করেছে কোস্টগার্ড বাহিনী পশ্চিম জোন। তবে এ ঘটনায় কেউ আটক হয়নি।

কোস্টগার্ড বাহিনী পশ্চিম জোনের স্টাফ অফিসার (অপারেশন) লেফটেন্যান্ট আব্দুল্লাহ আল মাহমুদ এ প্রতিবেদককে জানান, শুক্রবার (১৪ সেপ্টেম্বর) রাত ১০ দিকে সুন্দরবনের মৃগামারী খাল এলাকায় একদল দস্যু ডাকাতির প্রস্তুতি নিচ্ছে গোপন সূত্রে এমন সংবাদ জানার পর দস্যু দলকে ধরতে রাতেই ওই এলাকায় অবস্থান নেয় কোস্টগার্ড বাহিনীর পেট্রোল টিমের সদস্যরা। এ সময় কোস্টগার্ড সদস্যদের উপস্থিতি টের পেয়ে দ্রুত অস্ত্র ফেলে পালিয়ে যায় দস্যুরা। ঘটনাস্থল থেকে ৪ টি দেশীয় (একনলা বন্দুক) অস্ত্র জব্দ করা হয়। জব্দকৃত অস্ত্র পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য মংলা থানায় স্থানান্তর করা হয়েছে।

কোস্টগার্ড বাহিনী পশ্চিম জোনের স্টাফ অফিসার (অপারেশন) লেফটেন্যান্ট আব্দুল্লাহ আল মাহমুদ আরো জানান, সুন্দরবন সংলগ্ন কোস্টগার্ড বাহিনীর এখতিয়ারভূক্ত এলাকাসমূহ জলদস্যু, বনদস্যু ও বণ্যপ্রাণী পাচারকারীদের যেকোন অপতৎপরতার বিরুদ্ধে কোস্টগার্ড বাহিনীর নিয়মিত অভিযান চলবে।