মংলায় কোষ্টগার্ড ও কাস্টমস’র যৌথ অভিযানে আদায় ২৫ লক্ষ টাকা

0
461

মংলা (বাগেরহাট) প্রতিনিধি, খুলনাটাইমস:
মংলায় কোষ্টগার্ড ও কাস্টমস এক্সাইজ এন্ড ভ্যাট এর যৌথ অভিযানে ইট বাটার ইটবাহি পরিবহন থেকে প্রায় সাড়ে পঁচিশ লক্ষ টাকা রাজস্ব আদায় করা হয়েছে। গত ২৭ ফেব্রয়ারী রাত ৮টা থেকে রাত ৩টা পর্যন্ত এ অভিযান চলে।  মংলা কোস্টগার্ড পশ্চিম জোনের সিজি স্টেশান রুপসা এবং খুলনা কাস্টমস এক্সাইজ এন্ড ভ্যাট এর একটি দল খুলনার জেলখানাঘাট এলাকায় বিভিন্ন ইট ভাটায় ব্যবহৃত ইটবাহি পরিবহনে যৌথ অভিযান পরিচানো হয়। এসময় অবৈধ ভাবে কাগজপত্র বিহীন ইটবাটা থেকে ইট বহনের অপরাধে প্রায় সাড়ে পচিশ লাখ টাকা রাজস্ব আদায় করা হয়। এ অভিযানে রাজস্ব আদায়কৃত ইট ভাটার ইটবাহি পরিবহনগুলো যথাক্রমে মেসার্স মুন লাইট ব্রিকস্ ইন্ডাস্ট্রিজ ১টি, মেসার্স মুন লাইট ব্রিকস্ কোম্পানী ২টি, মেসার্স সিটি ব্রিকস্ ০৩টি, মেসার্স মোফাজ্জল ক›েসাটেম (১) ১টি, লা সানি ব্রিকস্ ইন্ডাস্ট্রিজ ১টি, মেসার্স মুন ব্রিকস্ -২টি, মেসার্স অগ্রণী ব্রিকস্ ১টি, জে কে ব্রিকস ১টি, ন্যাশনাল ব্রিকস্ ১টি এবং হিনো ব্রিকস্ ১টি। উল্লেখ্য, গোপন সংবাদের সুত্রধরে বিভিন্ন ইট ভাটার মালিকরা নদী পথে রাজস্ব ফাঁকি দিয়ে ইট পরিবহন  করে। এই অভিযোগের ভিক্তিতে বাংলাদেশ কোস্টগার্ড বাহিনী রাজস্ব ফাঁকি রোধকল্পে বিভিন্ন সংস্থাকে সহযোগিতা প্রদান করে থাকে। উক্ত সাফল্য এই ধরণের অভিযানেরই একটি অংশ। কোস্ট গার্ডের এখতিয়ারভূক্ত এলাকাসমূহে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ, চোরাচালান ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণের পাশাপাশি রাজস্ব আদায়ে কোস্টগার্ড সক্রিয় ভূমিকা পালন করে থাকে। আদায়কৃত রাজস্বের টাকা সরকারী কোষাগারে জমা করা হয়েছে বলে জানায় কোষ্টগার্ডের অপারেশন কর্মকর্তা লে. এম সেলিম বিশ্বাস। #