ভ্যাট নিবন্ধনের মেয়াদ আরও এক মাস বাড়ল

0
303

খুলনাটাইমস অর্থনীতি : অনলাইনে ভ্যাট নিবন্ধনের মেয়াদ আরও এক মাস বাড়িয়েছে সরকার। ব্যবসায়ী শিল্পপতিদের র্শীর্ষ সংগঠন এফবিসিসিআইসহ অন্য ব্যবসায়ী সংগঠনের দাবির পরিপেক্ষিতে এ সময় বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা সৈয়দ এ মু’নেম। তিনি বলেন, অনলাইনে ১৩ ডিজিটের মূল্য সংযোজন কর (মূসক বা ভ্যাট) নিবন্ধনের শেষ সময় ছিল ৩১ অক্টোবর। সার্বিক অবস্থা বিবেচনায় নিয়ে এই সময় ৩০ নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। এনবিআরের ভ্যাট অনলাইন প্রকল্পের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ব্যবসায়ীরা এখন অনলাইনে ঘরে বসেই ভ্যাট নিবন্ধন এবং অনলাইনে রিটার্ন দাখিল করতে পারেন। ১৬৫৫৫ নম্বরে কল করে ভ্যাট সংক্রান্ত যেকোন তথ্য পাওয়া যাবে বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে। ১ নভেম্বর ১৩ ডিজিটের ভ্যাট নিবন্ধন ছাড়া কোনো এলসি (ঋণপত্র) না খুলতে ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। গত ৭ অক্টোবর সব ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো চিঠিতে কেন্দ্রীয় ব্যাংকের এক সার্কুলারে বলা হয়েছে, নতুন ১৩ ডিজিটের মূল্য সংযোজন কর (মূসক বা ভ্যাট, অনলাইন) নিবন্ধন না থাকলে ১ নভেম্বর থেকে আমদানিকারকদের পক্ষে ঋণপত্র (এলসি) ইস্যু করা যাবে না। এর আগেও কয়েক বার ব্যাট নিবন্ধনের সময় বাড়ানো হয়েছিল।