‘ভূমিকম্পে’ কাঁপলো উত্তরবঙ্গ

0
478

টাইমস ডেস্ক : রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, জয়পুরহাট, নওগাঁসহ দেশের উত্তরাঞ্চলের কয়েকটি জেলায় ‘ভূমিকম্প’ অনুভূত হওয়ার খবর মিলেছে।

মঙ্গলবার (৩০ জানুয়ারি) রাত সোয়া ৮টার দিকে প্রায় একযোগে এ ভূমিকম্প অনুভূত হয়। আবহাওয়া অধিদফতরের একজন কর্মকর্তাও বিষয়টি বাংলানিউজকে জানিয়েছেন।

জানা যায়, রাত ৮টা ১৫ মিনিটে ঘর-বাড়ি কাঁপতে শুরু করলে লোকজন রাস্তায় বেরিয়ে আসে। প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানান, ভূমিকম্পের স্থায়িত্ব ছিল মাত্র কয়েক সেকেন্ড। প্রথমে একটি ধাক্কা দেওয়ার মত মনে হয় এবং সঙ্গে সঙ্গেই ঘরবাড়ি কাঁপতে থাকে।