ভারতে করোনা ভাইরাস সন্দেহে ১১ জনকে পর্যবেক্ষণ

0
317

খুলনাটাইমস বিদেশ : করোনা ভাইরাস আক্রান্ত সন্দেহে ভারতের চারটি রাজ্যে ১১ জনকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। ভাইরাসে আক্রান্ত হওয়ার ‘কিছু উপসর্গ’ তাদের মধ্যে দেখা দেওয়ায় এ পদক্ষেপ নেওয়া হয়েছে। খবরে বলা হয়, করোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহে কেরালায় চারজন, মুম্বাইয়ে দুইজন এবং ব্যাঙ্গালুরু ও হায়দ্রাবাদে একজন করে মোট দুইজনকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। তারা সবাই সম্প্রতি চীন ভ্রমণে গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পর তাদের শরীরে নতুন এ ভাইরাসের ‘কিছু উপসর্গ’ লক্ষ্য করা যায়। করোনা ভাইরাস সংক্রান্ত তথ্য-উপাত্তের বিষয়ে দায়িত্বপ্রাপ্ত কেরালার চিকিৎসক ড. অমর ফিত্তিল জানান, যেহেতু তারা সম্প্রতি চীন থেকে ফিরেছেন এবং তাদের শরীরে কিছু উপসর্গ দেখা যাচ্ছে, তাই সতর্কতামূলক কার্যক্রমের অংশ হিসেবে হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে তাদের পর্যবেক্ষণে রাখা হয়েছে। এদিকে ভাইরাসটি চীনের গন্ডি পেরিয়ে এরইমধ্যে বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে। সবশেষ ইউরোপের দেশ ফ্রান্সে এ ভাইরাসে আক্রান্ত হওয়া রোগীর তথ্য জানা গেছে।