ভবনটি নির্মাণ হওয়ায় ছাত্রীদের লেখাপড়ার পথ আরও সুগম হয়েছে

0
268

আশাশুনি প্রতিনিধি:
আশাশুনি উপজেলার কাদাকাটি আইডিয়াল মাধ্যমিক বালিকা বিদ্যালয় বহুমুখী ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র পরিদর্শন করেছেন দূর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব ও প্রকল্প পরিচালক আব্দুস সালাম সরকার। রবিবার সন্ধ্যায় তিনি কাদাকাটি আইডিয়াল মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে গমন করে ভবণটি পরিদর্শন করেন। এসময় প্রকল্পের সহকারী পরিচালক প্রকৌশলী মনিরুজ্জামান উপস্থিত থেকে প্রকল্পের অনুমোদিত ড্রয়িং ডিজাইন এবং প্রাক্কলন মোতাবেক কাজগুলো সুষ্ঠভাবে সম্পন্ন হয়েছে কি’না, তা দেখেন ও বুঝে নেন। এসময় যুগ্ম সচিব ও প্রকল্প পরিচালক আব্দুস সালাম সরকার বলেন, বহুমুখী ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্রের সাথে তিনতলা বিশিষ্ট ভবণটি নির্মাণের ফলে বিদ্যালয়ের ছাত্রীদের লেখাপড়ার পথ আরও সুগম হয়েছে। এসব বহুমুখী ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্রে প্রাকৃতিক দূর্যোগের সময় মানুষের জীবন রক্ষার পাশাপাশি তাদের ৩০০টি গবাদী পশুর আশ্রয়ের জন্য একটি করে গবাদী পশুর আশ্রয়কেন্দ্র (ক্যাটেল শেল্টার) নির্মাণ করা হয়েছে। বৃষ্টির পানি সংরক্ষণের জন্য প্রতিটি আশ্রয় কেন্দ্রে একটি করে রিজার্ভার ট্যাংকি নির্মাণ করা হয়েছে। দূর্যোগকালীন সময়ে শিশুদের মায়ের দুগ্ধ পানের জন্য আলাদা কক্ষ রাখা হয়েছে। সুপেয় পানির জন্য প্রতিটি আশ্রয় কেন্দ্রে একটি করে গভীর নলকূপের ব্যবস্থা রাখা হয়েছে। মূল সড়কের সাথে যোগাযোগের জন্য সংযোগ সড়কের ব্যবস্থা রাখা হয়েছে। দূর্যোগকালীন সময়ে বিদ্যুৎ না থাকলেও সৌর বিদ্যুতের মাধ্যমে সোলার সিস্টেমের ব্যবস্থা রাখা হয়েছে। তিনি আরও জানান, স্থানীয়ভাবে প্রয়োজন মোতাবেক প্রশাসনের আবেদনের প্রেক্ষিতে ৩য় পর্যায়ে আরও বহুমুখী ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র নির্মাণ করা হবে। কাদাকাটি আইডিয়াল মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ্ব একলাছুর রহমান জানান, ভবনটি নির্মানের ফলে শেখ রাসেল মাল্টিমিডিয়া ক্লাস রুম, বিজ্ঞানাগার, সততা ষ্টোরসহ অনেক শ্রেণি কক্ষের সংকুলান হয়েছে। তিনি আরও বলেন, এটি নির্মানের ফলে ঘূর্ণিঝড় বুলবুল এর সময় ৯৬০ জন লোক দুইদিন এখানে আশ্রয় গ্রহণ করতে পেরেছে। এসময় উপস্থিত এলাকাবাসী আশাশুনিতে এরকম আরও কমপক্ষে ১০টি বহুমুখী ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র নির্মাণের জোর দাবী জানান। পরিদর্শনকালে তার সাথে ছিলেন, ঠিকাদারী প্রতিষ্ঠান গাজী এন্টার প্রাইজের স্বত্বাধিকারী আবু সাইদ, কাদাকাটি আইডিয়াল বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক একলাছুর রহমানসহ শিক্ষকমন্ডলী ও এলাকাবাসী। পরে তিনি বিদ্যালয়ের শিক্ষকমন্ডলীদের সাথে মতবিনিময় করেন। উল্লেখ্য, দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর কর্তৃক আশাশুনিতে দীর্ঘলারাইট আদর্শ মাধ্যমিক বিদ্যালয় বহুমুখী ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র, কাদাকাটি আইডিয়াল মাধ্যমিক বালিকা বিদ্যালয় বহুমুখী ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র ও নাকনা নিন্ম মাধ্যমিক বিদ্যা নিকেতন বহুমুখী ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র নির্মাণ করা হয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ১৩ অক্টোবর আর্ন্তজাতিক দূর্যোগ প্রশমন দিবসে ডিজিটাল পদ্ধতিতে এ ভবন ৩টির শুভ উদ্বোধন করেন।