‘ব্লু হোয়েল’ থেকে বিরত থাকুন, তথ্য দিন বিটিআরসিকে

0
711

খুলনা টাইমস ডেস্ক:
ব্লু হোয়েলক্ষতিকর মোবাইল বা অনলাইন গেমস, লিংক, অ্যাপস থেকে সন্তানদের বিরত রাখার পরামর্শ দিয়েছে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি। এ ধরনের লিংক, ওয়েব ঠিকানা, অ্যাপের তথ্য অফিস সময়ে ২৭৭২ নম্বরে ফোন করে বিটিআরসিকে জানানোর জন্য সবার প্রতি আহ্বান জানানো হয়েছে।
মঙ্গলবার (১০ অক্টোবর) বিটিআরসি এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিভিন্ন মাধ্যম থেকে প্রাপ্ত তথ্য এবং কমিশন পরিচালিত কারিগরি বিষয় বিশ্লেষণ করে বিটিআরসির কাছে প্রতীয়মান হচ্ছে- বর্তমানে ইন্টারনেট, সামাজিক যোগাযোগ মাধ্যম, ওয়েব লিংক, অ্যাড্রেস, গ্রুপ এবং অ্যাপসের মাধ্যমে অনলাইনে বিভিন্ন ক্ষতিকর আসক্তিমূলক, জীবনহানিকর গেমস পরিচালিত হচ্ছে। যা ব্যবহার করে শিক্ষার্থী, কিশোর-কিশোরী ও উঠতি বয়সের তরুণ-তরুণীরা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।
উদ্ভূত পরিস্থিতির প্রেক্ষিতে ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে পরিবারের সদস্য, শিক্ষা প্রতিষ্ঠানসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও সর্বস্তরের জনগণের ব্যাপক সচেতনতা প্রয়োজন বলে মনে করে বিটিআরসি।