ব্রাজিলে করোনাভাইরাসকে হার মানালেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের ৯৯ বছর বয়সী প্রবীণ সৈন্য

0
318

খুলনাটাইমস বিদেশ : প্রাণঘাতি করোনাভাইরাস থেকে সুস্থ হয়ে ওঠায় দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশ নেয়া ব্রাজিলের ৯৯ বছর বয়সী এক প্রবীণ সৈন্যকে সামরিক সম্মান জানিয়ে মঙ্গলবার হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হয়েছে। খবর এএফপি’র। সেকেন্ড লেফটেন্যান্ট আরমান্দো পিভেতা ব্রাসিলিয়ার সশস্ত্র বাহিনীর হাসপাতাল থেকে বেরিয়ে যাওয়ার সময় তাকে বাঁশি বাজিয়ে ও করতালি দিয়ে বিদায় জানানো হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে আফ্রিকায় ব্রাজিলের গোলন্দাজ বাহিনীতে তিনি দায়িত্ব পালন করেন। করোনাভাইরাসে আক্রান্ত একজন রোগী হিসেবে ৮ দিন ওই হাসপাতালে কাটানোর পর সেখান থেকে চলে যাওয়ার সময় সেনাবাহিনীর সবুজ টুপি পরিহিত এ প্রবীণ সৈন্য উপরের দিকে তার দুই হাত তুলে ধরেন। সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়, ‘করোনাভাইরাসের বিরুদ্ধে এই সময় তিনি আরেক যুদ্ধ জয় করেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে ইতালির ব্যাটল অফ মন্টেসিতে ব্রাজিলের সৈন্যদের সফল অভিযান চালানোর ৭৫তম বার্ষিকী স্মরণের দিন তিনি হাসপাতাল থেকে ছাড়া পেলেন।’ সেনাবাহিনী জানায়, পিভেতা সেনাবাহিনীর চতুর্থ গোলন্দাজ বাহিনীতে দায়িত্ব পালন করেন। ব্রাজিল মিত্রদের পক্ষে যুদ্ধ শুরু করার পরপরই এ বাহিনী ১৯৪২ সালে সেনেগালের রাজধানী ডাকারে প্রশিক্ষণ নেয়। পরে তিনি এক্সিস (অক্ষ) আগ্রাসন থেকে দেশকে রক্ষায় তার বাহিনীর সাথে ব্রাজিলে ফিরে আসেন। ল্যাটিন আমেরিকার দেশগুলোর মধ্যে ব্রাজিলে সবচেয়ে বেশি করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে। এ পর্যন্ত দেশটিতে এ মহামারি ভাইরাসে ১ হাজার ৫৩২ জনের মৃত্যু হয়েছে।