বেসরকারি পাট.সুতা ও বস্ত্রকল শ্রমিক-কর্মচারী ফেডারেশনের জনসভা অনুষ্ঠিত

0
519

ফুলবাড়ীগেট(খুলনা) প্রতিনিধিঃ বেসরকারি পাট, সুতা, বন্ত্রকল শ্রমিক-কর্মচারী ফেডারেশনের খুলনা বিভাগীয় শ্রমিক জনসভা শনিবার (৬ অক্টোবর) বিকালে এ্যাযাক্রা জুট মিলস শ্রমিক ক্লাবের সামনে অনুষ্ঠিত হয়। শ্রমিক জনসভায় প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় মহাসচিব অধ্যাপক জাহাঙ্গীর আলম সবুজ। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সহ-সভাপতি ওমর ফারুখ মোল্যা। শ্রমিক নেতা বখতিয়ারের সভাপতিত্বে এবং আব্দুল ওহাবে পরিচালনায় বক্তৃতা করেন শ্রমিক নেতা বীর মুক্তিযোদ্ধা ওয়াহিদ মুরাদ, বীর মুক্তিযোদ্ধা মোতালেব আকন, ইমরান মীর, সিবিএ নেতা মন্টু চৌধরী, আব্দুল ওদুদ, আজাহার আলী, ইউসুছ হোসেন, হিরণ মীর, মিজানুর রহমান, মমিন গাজী, রতন মোল্যা, আফজাল হোসেন, আলাউদ্দিন প্রমুখ।
সভায় বক্তৃরা বলেন, বর্তমান এ্যাযাক্রা জুট মিল মালিক আব্দুল মান্নান তালুকদার ১৫শ শ্রমিক কর্মচারীদের ফাইনাল বিলের চেক এবং যাবতিয় অর্থ প্রদানের সু-ব্যবস্থা এবং আগামী ১৩ অক্টোবর ১শত ২৯জন কর্মচারীদের মিলের চেক প্রদান করার সিদ্ধান্ত নিয়েছেন। বাকী ৩শত ৫০ জন শ্রমিকদের পরবর্তিতে তাদের বিল প্রদান করা হবে। কিন্তু একটি কুচক্রি মহল এ্যাযাক্রা জুট মিলস শ্রমিক-কর্মচারীদের ফাইনাল বিল বন্ধের পায়তারা করছে। এছাড়া পুর্বের মালিক বুলবুল আহম্মেদ এবং কওছার জামান বাবলা কোন অর্থই শ্রমিকদের পরিশোধ করেনি। দুদুকে তাদের নামে অসংখ্য মামলা থাকা শর্তেও তাদেরকে গ্রেফতার না করায় ক্ষোভ প্রকাশ করেন। তারা ব্যাংক থেকে কোটি কোটি টাকা আত্মসাৎ করেও তারা পারপেয়ে যাচ্ছে বলে নেতৃবৃন্দ জানান। সভয় বন্ধকৃত মিলটির শ্রমিক-কর্মচারীদের এককালিন ফাইনাল বিলের টাকা পরিশোধে খুলনা ৩ আসনের এমপি বেগম মন্নুজান সুফিয়ানের প্রচেষ্ঠায় সফল হওয়ায় নেতৃবৃন্দ এবং শ্রমিক-কর্মচারীরা ধন্যবাদ জানান।