বুধহাটায় মাদক ব্যবসায়ী বকুল আবারও বেপরোয়া

0
430

আশাশুনি প্রতিনিধি:
আশাশুনি উপজেলার বুধহাটায় মাদক ব্যবসায়ী বকুল আবারও বেপরোয়া হয়ে উঠেছে। আর আগেও সে থানা পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশের হাতে মাদক সহ আটক হয়েছিলো। পরে আদালত থেকে জামিনে মুক্তি নিয়ে এলাকায় ফিরে আবারও রমরমা মাদকের ব্যবসা চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। উপজেলার বুধহাটা গ্রামের পেট্রোল পাম্প সংলগ্ন বুধহাটা উত্তর-পশ্চিম এলাকার সোভা সরদারের ছেলে বকুল সরদার। সে এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত। এর আগে পুলিশের হাতে আটকের পর হ্যান্ডকাপ নিয়ে পালিয়ে যায় মাদক ব্যবসায়ী বকুল। তারপর থেকে হ্যান্ডকাপ মাদক ব্যবসায়ী নামে পরিচিতি লাভ করে বকুল সরদার। জানাগেছে, ২০১৭ সালে উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিষ্ট্রেট গাজা সেবন করা ও বিক্রয় করার অপরাধে বকুল সরদারকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। এছাড়া তার নামে আশাশুনি থানায় ৪(৭)১৮নং মামলাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একাধিক মামলা আছে। স্থানীয়রা জানান, প্রতিদিন আশাশুনি উপজেলা ও সদর উপজেলার বিভিন্ন এলাকা থেকে দিনে ও সন্ধার পরে বকুলের বাড়ির আশপাশে মাদক সেবীদের আনাগোনা দেখা যায়। বর্তমানে বকুল সরদার, বুধহাটা ইউনিয়নসহ পাশ্ববর্তী বিভিন্ন ইউনিয়নের মাদক বিক্রেতার কাছে পাইকারী মাদকদ্রব্য সরবরাহ করে বলে গোপন সূত্রে জানাগেছে। এমতাবস্থায় উঠতি বয়সী যুব সমাজকে মাদকের মরণ ছোবল থেকে রক্ষা করতে এবং সমাজ থেকে মাদক ও মাদক ব্যবসায়ীদের নির্মূল করতে অতিদ্রুত মাদক স¤্রাট বকুল সরদারকে গ্রেফতার করে আইনের আওতায় নিতে সংশ্লিষ্ট উর্দ্ধতন কর্মকর্তার আশু হস্তক্ষেপ কামনা করেছেন মাদক বিরোধী স্থানীয় সচেতন মহল।