বিভাগীয় বিকাশ বিজ্ঞান উৎসবে খুলনা বিশ্ববিদ্যালয় স্কুলের সাফল্য

0
435

খবর বিজ্ঞপ্তি:
খুলনা বিভাগীয় বিকাশ বিজ্ঞান উৎসবে প্রজেক্ট প্রদর্শনী প্রতিযোগিতায় ‘সেন্সর বেইজড ইনোভেশন ফর সেফটি এন্ড সিকিউরিটি’ প্রদর্শনীর জন্য সাফল্য অর্জনকারী খুলনা বিশ্ববিদ্যালয় স্কুলের শিক্ষার্থীরা রবিবার বেলা সাড়ে ১২টায় খুলনা বিশ্ববিদ্যালয় স্কুল পরিচালনা কমিটির সভাপতি প্রফেসর এ কে ফজলুল হক ও প্রধান শিক্ষক স্বর্ণ কমল রায়সহ উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামানের সাথে তাঁর কার্যালয়ে সাক্ষাত করেন।
উপাচার্য এই ক্ষুদে বিজ্ঞানীদের তাদের উদ্ভাবনার জন্য আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান। তিনি বলেন বিশ্ববিদ্যালয় স্কুল হিসেবে এখানে বিজ্ঞান চর্চার আরও সুযোগ বাড়ানো হবে যাতে স্কুল পর্যায় থেকেই আমাদের কমলমতি শিক্ষার্থীরা বিজ্ঞান গবেষণায় ও তাদের ভাবনা নিয়ে হাতে-কলমে কাজ করতে পারে। তিনি স্কুলের এই সাফল্যের জন্য পরিচালনা কমিটির সভাপতি ও প্রধান শিক্ষকসহ স্কুলের শিক্ষকবৃন্দকে ধন্যবাদ জানান এবং খুলনা বিশ্ববিদ্যালয় স্কুলকে একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে তাদের প্রতি নিরন্তর প্রচেষ্টা চালানোর আহবান জানান। উল্লেখ্য, গত ২৬ জুলাই খুলনা পাবলিক কলেজে বিকাশ আয়োজিত বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতায় খুলনা বিশ্ববিদ্যালয় স্কুলের মেধাবী শিক্ষার্থীরা তাদের এই প্রজেক্ট প্রদর্শন করে। খুলনা বিভাগীয় বিকাশ বিজ্ঞান উৎসবে প্রজেক্ট প্রদর্শনী প্রতিযোগিতায় খুলনা বিশ্ববিদ্যালয় স্কুলের শিক্ষার্থীরা ‘সেন্সর বেইজড ইনোভেশন ফর সেফটি এন্ড সিকিউরিটি’ প্রদর্শনীর জন্য তৃতীয় স্থান অধিকার করে। চার সদস্যের এ প্রজেক্টটির টিম লিডার ছিলো বিশঙ্ক ব্রত এবং সদস্যরা হলো শেখ রিয়াজ আহমেদ, আলিসা তাসনিম ও রাসেল গোলদার। বহুসংখ্যক প্রজেক্টের মধ্যে তাদের উদ্ভাবনকে কাজে লাগিয়ে ভবিষ্যতে সেন্সর বেইজড নিরাপত্তা প্রযুক্তির উৎকর্ষ সাধন সম্ভব হবে বলে মনে করেন আয়োজকরা।