বিদেশে টি-টোয়েন্টি লিগ খেলতে নিষেধাজ্ঞা মোস্তাফিজের

0
394
New Delhi: Mumbai Indians' Mustafizur Rahman in action during an IPL 2018 match between Delhi Daredevils and Mumbai Indians at Feroz Shah Kotla Stadium in New Delhi on May 20, 2018. (Photo: Surjeet Yadav/IANS)

স্পোর্টস ডেস্কঃ
বিদেশে লিগ খেলার উপর নিষেধাজ্ঞা এসেছে মোস্তাফিজুর রহমানের। গত দুই বছরে খেলেছেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ও ইংল্যান্ডের কাউন্টি লিগ টি-টোয়েন্টি ব্লাস্টে।

ইংল্যান্ডের কাউন্টিতে খেলে গতবার চোটে পড়ে অনেকদিন ধরে ছিলেন মাঠের বাইরে।

এবার আইপিএল খেলে পড়েছেন আবারও চোটে। যার কারণে মিস করেছেন দেরাদুনে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ আর ওয়েস্ট ইন্ডিজে দুই টেস্ট।

এ নিয়ে কম কটু কথা হয়নি ক্রিকেট পাড়ায়। যার কারণে হয়তো শেষ পর্যন্ত নিষেধাজ্ঞার কবলে পড়ছেন কাটার মাষ্টার খ্যাত মোস্তাফিজ।

আজ শুক্রবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রধান নাজমুল হাসান পাপন গণমাধ্যমকে বলেন, আমি ওকে বলে দিয়েছি আগামী দুই বছর কোন বিদেশি লিগ নয়।

তিনি আরও বলেন, ও বিদেশে খেলতে গিয়ে চোটে পড়বে আর দেশের হয়ে খেলতে পারবেনা। এটা মেনে নেয়া সম্ভব না।

মোস্তাফিজ ওয়ানডে সিরিজ খেলতে এরই মধ্যে ওয়েস্ট ইন্ডিজে দলের সাথে যোগ দিয়েছেন। সেখানে তিন ওয়ানডে খেলবেন। এরপরেই আছে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।

আশা করা হচ্ছে টি-টোয়েন্টির স্কোয়াডেও সুযোগ দেয়া হবে তাকে।