বিএনপি-জামায়াত পরিকল্পিত ভাবে লাবুকে হত্যা করেছে : তালুকদার আঃ খালেক

0
402

খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সাবেক মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেম এমপি বলেছেন, বিএনপি-জামায়াতের অত্যাচারে নির্যাতনে দক্ষিণাঞ্চলের মানুষ ঘর থেকে বের হতে পারেনি। তাদের লেলিয়ে দেয়া তথা কথিত পূর্ববাংলা নামধারী সন্ত্রাসীরা বেছে বেছে আওয়ামী লীগ ও স্বাধীনতার স্বপক্ষের মানুষদের হত্যা করেছে। বিএনপি-জামায়াত অত্যন্ত সুপরিকল্পিতভাবে আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করতে চেয়েছিলো। তাদের পরিকল্পনানুযায়ি পূর্ববাংলা সন্ত্রাসীরা সোনাডাঙ্গা থানা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মঞ্জুর মোর্শেদ খান লাবুকে হত্যা করেছিলো। বিএনপি জানে যে, লাবুর সাংগঠনিক শক্তির কাছে বিএনপি ছিলো দুর্বল। সেকারনেই বিনা অজুহাতে সুপরিকল্পিত ভাবে লাবুকে হত্যা করেছে। আজো লাবু হত্যার কোন বিচার হয়নি। তিনি অবিলম্বে লাবু হত্যাকারীদের বিচার করে সকল হত্যার বিচার নিশ্চিত করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহবান জানান।
বুধবাট সন্ধ্যা ৭টায় দলীয় কার্যালয়ে সোনাডাঙ্গা থানার সাবেক সাধারণ সম্পাদক মঞ্জুর মোর্শেদ খান লাবুর মৃত্যুবার্ষিকীতে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মো. মুন্সি মাহবুব আলম সোহাগের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, আওয়ামী লীগ নেতা জামাল উদ্দিন বাচ্চু, অধ্যক্ষ শহিদুল হক মিন্টু, শেখ নুর মোহাম্মদ, ফকির মো. সাইফুল ইসলাম, কাউন্সিলর শামসুজ্জামান মিয়া স্বপন, শেখ ফারুক হাসান হিটলু, রফিকুল ইসলাম পিটু, রনজিত কুমার ঘোষন, মো. জাহিদুল হক, ফয়েজুল ইসলাম টিটো, মো. মোতালেব মিয়া, মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম, রফিকুল ইসলাম বাবু, মেহজামিন খান, কবীর পাঠান, এস এম মনির হোসেন, রণবীর বাড়ৈই সজল, শেখ আসাদুজ্জামান বাবু, মাহমুদুর রহমান রাজেশ, আলিমুল জিয়া, জোয়েফ সিদ্দিকী, এম এ হোসেন সবুজ, বায়েজিত সানাসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
স্মরণ সভা শেষে মরহুমের বিদেহীআত্মার মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।