বাল্য বিয়ে প্রতিরোধে সচিবের সাথে ভিডিও কনফারেন্সে উঠান বৈঠক

0
540

দাকোপ প্রতিনিধি :
খুলনার দাকোপ উপজেলায় আজ বুধবার (৩০ মে) বেলা সাড়ে ১২টায় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাছিমা বেগম এনডিসি’র সাথে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বাল্য বিবাহ প্রতিরোধ সম্পর্কে উঠান বৈঠক হয়েছে।
উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে ভিডিও কনফারেন্সে উপস্থিত উপজেলার সর্বস্তরের মানুষ মতামত প্রকাশ করেন সচিবের সাথে। উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত ভিডিও কনফারেন্সে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মারুফুল আলম। আয়োজিত কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শেখ আবুল হোসেন। বিশেষ অতিথি ছিলেন, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নারগিস ফাতেমা জামিন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান এ্যাড. সুভদ্রা সরকার, গৌরপদ বাছাড়। এ সময় বক্তরা উপজেলার বাল্য বিবাহ রোধ প্রতিরোধ এবং ধর্ষণের বিষয় সচিবের সাথে আলোচনা করেন। উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মোজাম্মেল হক, কৃষি কর্মকর্তা মো. মোছাদ্দেক হোসেন, সমবায় কর্মকর্তা গৌরহরি মল্লিক, মহিলা বিষয়ক কর্মকর্তা সুরাইয়া সিদ্দীকা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শেখ আ. কাদের, যুব উন্নয়ন কর্মকর্তা শেখ মাহাবুবুর রহমান, ইউপি চেয়ারম্যান রঘুনাথ রায়, বিনয় কৃষ্ণ রায়, শেখ আ. কাদের, মিহির মন্ডল, পঞ্চানন মন্ডল, সুদেব রায়, মাসুম আলী ফকির, রনোজিৎ মন্ডল, সরোজিত মন্ডল, দাকোপ প্রেসক্লাবের সভাপতি শচীন্দ্রনাথ মন্ডলসহ কাজী, পুরহিত, শিক্ষক, কিশোর-কিশোরী সংগঠনের প্রতিনিধি, স্কুল কলেজের ছাত্র-ছাত্রী বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ গ্রহণ নেন।