(বালক) কেসিসি ও যশোর জেলা এবং (বালিকা) নড়াইল ও যশোর বিজয়ী

0
331

তথ্য বিবরণী:
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ বালক (অনূর্ধ্ব-১৭) ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ বালিকা (অনূর্ধ্ব-১৭) ফুটবল টুর্নামেন্টের খুলনা বিভাগীয় পর্যায়ের খেলা সোমবার খুলনা জেলা স্টেডিয়ামে শুরু হয়। খেলায় (বালক) খুলনা সিটি কর্পোরেশন দল ও যশোর জেলা এবং (বালিকা) নড়াইল এবং যশোর জেলা দল বিজয়ী হয়।
বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ বালক (অনূর্ধ্ব-১৭) নড়াইল জেলা দলের সাথে খুলনা সিটি কর্পোরেশনের মুখোমুখি, মহেরপুরের সাথে যশোর জেলার সাথে এবং বঙ্গমাতা জাতীয় গোল্ডকাপ বালিকা (অনূর্ধ্ব-১৭) নড়াইল জেলার সাথে খুলনা সিটি কর্পোরেশনের মধ্যকারের খেলা ও মেহেরপুরের সাথে যশোর জেলার মধ্যকারের খেলা অনুষ্ঠিত হয়। আজ বিকাল চারটায় বালক (অনূর্ধ্ব-১৭) খুলনা জেলা দলের সাথে খুলনা সিটি কর্পোরেশন মুখোমুখি, বেলা একটায় সাতক্ষীরা সাথে চুয়াডাঙ্গা, বেলা আড়াইটায় মাগুরার সাথে ঝিনাইদহ জেলার খেলা অনুষ্ঠিত হবে। দুপুর ১২টায় বালিকা (অনূর্ধ্ব-১৭) খুলনা জেলা দলের সাথে নড়াইল জেলার মুখোমুখি, সকাল নয়টায় সাতক্ষীরা জেলার সাথে চুয়াডাঙ্গা এবং সকাল সাড়ে ১০টায় মাগুরা জেলার সাথে ঝিনাইদহ জেলার মধ্যকারের খেলা অনুষ্ঠিত হবে।